তবে এই মুহূর্তে অভিনেত্রী নিজের সাম্প্রতিক ইনস্টা রিল ভিডিওর সূত্র ধরেই চর্চায় রয়েছেন। নিজের এই সাম্প্রতিক রিল ভিডিওতে সদ্য মুক্তিপ্রাপ্ত ‘সেলফি’র গানের তালে দেখা মিলেছে মোনালিসার। তনিষ্ক বাগচীর গাওয়া ‘কুড়িয়ে নি তেরি’র সাথেই মাঝ রাস্তায় বানিয়েছেন রিল। এদিন অভিনেত্রীর পরনে একটি কালো রঙের মিডিয়াম ড্রেস ছিল। খোলা চুলে বিনা মেকাপ লুকেই ছিলেন তিনি। এই ট্রেন্ডিং গানের সাথে এই মুহূর্তে অভিনেত্রীর নাচ যে রীতিমতো নজর কেড়েছে, তা বলাই বাহুল্য। বিনা মেকাপ লুকেই তাক লাগিয়েছেন ভক্তদের। কুড়িয়েছেন প্রশংসাও, যার ঝলক রয়েছে কমেন্টবক্সেই। উল্লেখ্য, রাজ মেহেতা পরিচালিত অক্ষয় কুমার ও ইমরান হাশমি অভিনীত ‘সেলফি’ এই মুহূর্তে সাফল্যের সাথে বক্সঅফিস কাঁপাচ্ছে। আপাতত, সেই ছবির গানের তালেই রিল বানিয়ে সকলের নজরে মোনালিসা।
VIDEO: বিনা মেকাপ লুকেই নাচলেন অভিনেত্রী মোনালিসা, ভক্তরা বললেন – তোমাকে রানীর মতো লাগছে
অভিনয় জগৎ'এর একটি পরিচিত নাম মোনালিসা। একাধিক ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম নাম তিনি। বাংলা ইন্ডাস্ট্রিতে কেরিয়ারের শুরুতেই বেশ কয়েকটি কাজ করেছিলেন এই অভিনেত্রী। হাল আমলের…

আরও পড়ুন