Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Monalisa: ঝলমলে হাসি আর ছোট ড্রেসে দাপুটে রাইড, মনালিসার ভাইরাল লুক দেখে চমকে ভক্তরা

ভোজপুরি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মনালিসা, যাঁকে অনেকেই ‘হট লুকের কুইন’ বলে থাকেন, সোশ্যাল মিডিয়ায় আবারও ঝড় তুলেছেন। সম্প্রতি তিনি একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেছেন, যেখানে তাঁকে কালো রঙের স্লিভলেস ড্রেসে…

Avatar

ভোজপুরি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মনালিসা, যাঁকে অনেকেই ‘হট লুকের কুইন’ বলে থাকেন, সোশ্যাল মিডিয়ায় আবারও ঝড় তুলেছেন। সম্প্রতি তিনি একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেছেন, যেখানে তাঁকে কালো রঙের স্লিভলেস ড্রেসে দেখা গিয়েছে। সেই পোশাকেই তিনি বসেছিলেন একটি উজ্জ্বল হলুদ রঙের অল-টেরেন ভেহিকল (ATV)-এর উপরে। ছবিগুলোতে তাঁর আত্মবিশ্বাসী ভঙ্গি ও মিষ্টি হাসি অনুরাগীদের মন জয় করেছে। এই নতুন স্টাইলিশ অবতারে ভক্তরা কার্যত মুগ্ধ।মনালিসার এই লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে তাঁর হেয়ারস্টাইল। দুই চটি করা খোলা চুলে তিনি যেন একেবারে ভিন্ন আভা ছড়িয়েছেন। ছবিগুলি মুহূর্তে ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়, আর ভক্তদের প্রতিক্রিয়ায় ভেসে ওঠে প্রশংসার বন্যা।

কে এই মনালিসা?

মনালিসার আসল নাম অন্তরা বিশ্বাস। জন্ম কলকাতার এক বাঙালি পরিবারে। কেরিয়ারের শুরু করেছিলেন উড়িয়া মিউজিক ভিডিওর মাধ্যমে। এরপর ২০০৮ সালে ভোজপুরি সিনেমা ‘ভোলে শঙ্কর’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ। তারপর থেকে তিনি ভোজপুরি ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় মুখগুলির একটিতে পরিণত হন। ইতিমধ্যেই ৫০টিরও বেশি ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন এই অভিনেত্রী।শুধু ভোজপুরি সিনেমাই নয়, মনালিসাকে দেখা গিয়েছে হিন্দি টিভি সিরিয়ালেও। একতা কপূরের জনপ্রিয় ধারাবাহিক ‘ডাইন’-এ তাঁর অভিনয় দর্শকদের নজর কেড়েছিল।

আয় এবং জনপ্রিয়তা

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, একটি ছবির জন্য মনালিসা প্রায় ৫ থেকে ৭ লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নেন। ২০২0 সালের হিসেবে তাঁর সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছিল প্রায় ১৮ কোটি টাকা (২.৫ মিলিয়ন মার্কিন ডলার)। বর্তমানে তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ভক্তদের সঙ্গে নিয়মিত যুক্ত থাকেন এবং প্রায়ই নতুন ছবি ও ভিডিও শেয়ার করেন।
About Author