Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এক ঘরে মোনালিসা আবার অন্য ঘরে আম্রপালীর সঙ্গে চুটিয়ে রোমান্স নিরাহুয়ার, দেখুন ভাইরাল ভিডিও

ভোজপুরি গান এই মুহূর্তে youtube তথা সমস্ত সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে বেশ জনপ্রিয়। বিশেষ করে নিরাহুয়ার গান প্রতিদিনই ভাইরাল হয়ে থাকে এই সমস্ত প্লাটফর্মে। বছরই সুপারস্টার দীনেশ লাল যাদব অনেক ছবিতেই…

Avatar

ভোজপুরি গান এই মুহূর্তে youtube তথা সমস্ত সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে বেশ জনপ্রিয়। বিশেষ করে নিরাহুয়ার গান প্রতিদিনই ভাইরাল হয়ে থাকে এই সমস্ত প্লাটফর্মে। বছরই সুপারস্টার দীনেশ লাল যাদব অনেক ছবিতেই নিজের এই জনপ্রিয়তার প্রমাণ দিয়েছেন। তার অভিনয় দর্শকদের বেশ পছন্দ হয়। যেখানেই তিনি যান সেখানেই তার ভক্তরা আগে থেকে উপস্থিত থাকেন তাকে এক ঝলক দেখার জন্য। দীনেশ লাল যাদব কে তার ভক্তরা আদর করে নিরাহুয়া বলে ডাকেন। আজকের দিনে তার কোন আলাদা করে পরিচয়ের প্রয়োজন নেই। তিনি ভোজপুরি ইন্ডাস্ট্রিকে একটা নতুন উচ্চতায় নিয়ে পৌঁছেছেন। আপনার নিশ্চয় জানেন নিরাহুয়া এখন বিজেপির একজন সাংসদ। তবে তা সত্ত্বেও তিনি ভোজপুরি জগতে একের পর এক ছবিতে অভিনয় করছেন। কিছুদিন আগেই বিদেশে একটি ছবির শুটিং করেছেন তিনি।

একটা সময় পর্যন্ত ভোজপুরি সিনেমার বাজেট খুব একটা বেশি ছিল না। কিন্তু এখন অনেকেই ভোজপুরি ছবি দেখতে বেশ পছন্দ করেন। সম্প্রতি ভোজপুরি জগতের একটি জনপ্রিয় গান নতুন করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। এই গানটির নাম হলো মাথা ফেল হো গেইল। এই গানের ভিডিওতে আম্রপালি দুবে মোনালিসা এবং নিরাহুয়া রয়েছেন। নিরাহুয়াকে দুই অভিনেত্রীর সঙ্গেই রোমান্স করতে দেখা যাবে এই গানটিতে। এই গানের রোমান্টিক সত্তা আপনাকে উত্তেজিত করে তুলতে পারে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সেই সঙ্গে আম্রপালি এবং মোনালিসার হট অবতার দেখে আপনিও আকৃষ্ট হবেন। এই গানটি নেওয়া হয়েছে রাজাবাবু সিনেমাটি থেকে। সিনেমায় দেখা যায় নিরাহুয়া পরপর দুবার বিয়ে করেছেন। গল্প অনুসারে নিরাহুয়ার প্রথম স্ত্রী হলেন আম্রপালি এবং দ্বিতীয় স্ত্রী হলেন মোনালিসা। কিন্তু নিরাহুয়া তার প্রথম স্ত্রীকে ভালোবাসেন না। এখনো পর্যন্ত এই গানটি ৭০ মিলিয়নের বেশি ভিউ পেয়ে গিয়েছে। এই গানটি একসঙ্গে গিয়েছেন কল্পনা অলক কুমার এবং খুশবু জৈন। তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক ভিডিওটি।

About Author