দেশনিউজ

করোনা রোগীদের হাসপাতাল থেকে ছাড়ার ক্ষেত্রে বিশেষ পরিবর্তন আনল কেন্দ্র

Advertisement
Advertisement

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৬০ হাজারের কাছাকাছি। তার সাথেই বাড়ছে মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে করোনা আক্রান্তদের হাসপাতাল থেকে ছাড়ার নিয়মকানুনের মধ্যে পরিবর্তন আনা হয়েছে। তৈরী করা হয়েছে নতুন গাইডলাইন।

Advertisement
Advertisement

কেন্দ্রের নতুন গাইডলাইনে যেগুলি বলা হয়েছে, সেগুলি হল-

Advertisement

১) যে সব রোগীরা ৩ দিনেই সুস্থ হয়ে যাচ্ছেন, আর তাদের অক্সিজেনের মাত্রা ৯৫ শতাংশ। তাদেরকে মডারেট কেস হিসাবে মনে করা হচ্ছে। এই সমস্ত রোগীদেরকে আগামী ১০ দিনের মধ্যে ছেড়ে দেওয়া যেতে পারে। এক্ষেত্রে হাসপাতাল থেকে ছাড়ার আগে তাদের আর পরীক্ষা করার দরকার নেই।

Advertisement
Advertisement

২) যে সব রোগীদের করোনার সাথে অন্যান্য রোগ ছিল, তাদের হাসপাতাল থেকে ছাড়ার আগে ২ বার করোনা পরীক্ষা করা হত এবং ২ বার রিপোর্ট নেগেটিভ এলেই হাসপাতাল থেকে ছাড়া হত। কিন্তু এখন থেকে কেন্দ্রের  নতুন গাইডলাইন অনুযায়ী একবার পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসলে সেই সমস্ত রোগীদের ছেড়ে দেওয়া যেতে পারে।

৩) আর যে সমস্ত রোগীদের জ্বর পরপর ৩ দিন আসছে এবং শরীরে অক্সিজেনের মাত্রাও ঠিক নেই। তাদেরকে ঔরোপুরি শরীর ঠিক না হওয়া পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া যাবে না।

৪) যাদের শরীরে খুব সামান্য উপসর্গ দেখা দিয়েছে, কিংবা উপসর্গ দেখা দেয়নি। এই রোগীদের হাসপাতাল থেকে ছাড়ার আগে তাপমাত্রা পরীক্ষা করতে হবে, আর অক্সিজেনের মাত্রাও ঠিক করে পরীক্ষা করতে হবে। ১০ দিন পর সেই রোগীকে হাসপাতাল থেকে ছাড়তে হবে।

Advertisement

Related Articles

Back to top button