সাত বছর পর আই লিগে (I Leage) দেখা গেল মহামেডান স্পোর্টিংকে (Mohammedan Sporting Club)। জয় নিয়েই দীর্ঘ সময় পর আই লিগ অভিযান শুরু করল মহামেডান স্পোর্টিং। গত শুক্রবারই (Friday) ইনভেস্টরদের সঙ্গে চলা সমস্যার সমাধান হয়। শনিবার সুভেদা দিল্লি এফসিকে ১–০ গোলে হারায় তাঁরা। গোলটি নিয়েছেন ফয়জল আলি।
করোনা আবহের মধ্যেই শুরু হয়েছিল ইন্ডিয়া সুপার লিগ (ISL)। পাশাপাশি এদিন থেকে শুরু হয় আই লিগও। জানা গেছে, চলতি বছরের আই লিগে বাংলার একমাত্র মহামেডান স্পোর্টিং। এবং তারা জয়ের মাধ্যমেই ফের তাদের অভিযান শুরু করল।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowম্যাচ শুরুর হয় দুপুর ২ টোয়। যা নিয়ে ম্যাচের আগের দিন ক্ষোভ প্রকাশ করেছিলেন মহামেডান কোচ হাবিয়া। তিনি বলেন, এই আবহাওয়ায় দুপুর এই সময়ে ম্যাচ হলে প্রভাব পরতে খেলোয়ারদের পারফরম্যান্সে।
কিন্তু এদিন ম্যাচের শুরু থেকে মহামেডান টিমের ফুটবলাররা দুর্দান্ত খেলে সকলের মন জয় করেছে। ম্যাচের প্রথমপর্যায়ে পর ফল ছিল ১–১। বিরতির পর দ্বিতীয় পর্যায়ে একমাত্র গোলটি করেন মহামেডানের ফয়জল আলি। সুভেদা এফসির বিরুদ্ধে তিন পয়েন্ট নিয়ে খেলা শেষ করে মহামেডান স্পোর্টিং।