Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

হিন্দি গানে উদ্দাম নাচ শামিপত্নী হাসিন জাহানের, ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের রোষানলে মডেল

২০১৮ সালটি মহম্মদ শামির জন্য সুগম ছিল না। মহম্মদ শামির ‘বিবাহ বহির্ভূত সম্পর্ক’ নিয়ে থানা, পুলিশ, আইনের দ্বারস্থ হয়েছিলেন শামিপত্নী হাসিন জাহান। সেইসময় হাসিন সংবাদমাধ্যমে জানান, তিনি ভেবেছিলেন এক দিন…

Avatar

২০১৮ সালটি মহম্মদ শামির জন্য সুগম ছিল না। মহম্মদ শামির ‘বিবাহ বহির্ভূত সম্পর্ক’ নিয়ে থানা, পুলিশ, আইনের দ্বারস্থ হয়েছিলেন শামিপত্নী হাসিন জাহান। সেইসময় হাসিন সংবাদমাধ্যমে জানান, তিনি ভেবেছিলেন এক দিন ভাল সময় আসবে। কিন্তু, তেমনটা হয়নি। এরপর তিক্ততা অনেকদূর গিয়ে পৌঁছায়। বর্তমানে মডেলিং ও অভিনয়কে পেশা হিসেবে বেছে নিয়েছেন হাসিন। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবি পোস্ট করেন তিনি। কিছুদিন আগেই একটি নাচের ভিডিও পোস্ট করেছেন তিনি, যা দেখে নেটিজেনদের ট্রোলের মুখে তিনি এলেও কুছ পরোয়া নেহি। নেহা কক্করের (Neha Kakkar) গানে ‘এক তো কম জিন্দেগানি’ গানটির সঙ্গে নাচলেন হাসিন জাহান। চলুন দেখে নিই সেই নাচ………………………

 

View this post on Instagram

 

A post shared by hasin jahan (@hasinjahanofficial) on

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

একসময় হাসিনের দাবি ছিল যে একসঙ্গে অনেক সম্পর্কে জড়িয়ে থাকাটাই শামির অভ্যেস! অবশ্য মহম্মদ শামি ট্যুইট করে লেখেন একটা সময় যে ‘‘আমি মহম্মদ শামি। আমার ব্যক্তিগত জীবন নিয়ে যে সব খবর প্রচার হচ্ছে সেগুলো সব মিথ্যে। আমার বিরুদ্ধে বড় কোনও চক্রান্ত হচ্ছে। আমার বদনাম করার, আমার খেলা খারাপ করার চেষ্টা চলছে।’’

About Author