সঙ্গে সঙ্গেই ভাইরাল সেই ছবি। সোশ্যাল মিডিয়ায় ভক্তরা বলছেন, বাবা অটো চালিয়ে পুত্র সিরাজকে বড় করেছেন। আর সিরাজ দুরন্ত অভিষেকের পরেই বিএমডব্লিউ কিনছেন।New car of Mohammed Siraj – all through his hard work put in cricket for many years. pic.twitter.com/tgYxGwAnA0
— Johns. (@CricCrazyJohns) January 22, 2021
দুরন্ত সফলতা অস্ট্রেলিয়া সিরিজে বাড়ি ফিরেই বিএমডব্লিউ কিনলেন মহম্মদ সিরাজ
অস্ট্রেলিয়া (Australia) সফরে ১৩ উইকেট, সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়া সিরিজের অন্যতম বড় আবিষ্কার মহম্মদ সিরাজ Mohammad Siraj)। টেস্টে (Test) অভিষেক ঘটিয়েই ভেলকি দেখিয়েছেন। তাঁকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ গোটা ক্রিকেট বিশ্ব…

আরও পড়ুন
আবার নোটবন্দি? রাতারাতি ৫০০ টাকার নোট বাতিল হলে কী করবেন?