Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সর্বকালের রেকর্ড ভেঙে আইপিএলে সর্বাধিক ছক্কা হজম করার নজির গড়লেন মোহাম্মদ সিরাজ!

আইপিএলের আসরে প্রতিনিয়ত তৈরি হয় নিত্যনতুন রেকর্ড। তবে সর্বদা ইতিবাচক রেকর্ড গুলিকে মনে রাখেন ক্রিকেটপ্রেমীরা। হাজারো রেকর্ডের মধ্যে চলতি আইপিএলে বল হাতে লজ্জাজনক রেকর্ড গড়েছেন রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের পেস বোলার…

Avatar

আইপিএলের আসরে প্রতিনিয়ত তৈরি হয় নিত্যনতুন রেকর্ড। তবে সর্বদা ইতিবাচক রেকর্ড গুলিকে মনে রাখেন ক্রিকেটপ্রেমীরা। হাজারো রেকর্ডের মধ্যে চলতি আইপিএলে বল হাতে লজ্জাজনক রেকর্ড গড়েছেন রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের পেস বোলার মোহাম্মদ সিরাজ। আইপিএলের সর্বদা সর্বোচ্চ ছক্কা হাকানো ক্রিকেটারের দিকে দৃষ্টি রাখা হয়। যদিও চলতি বছর তার বিকল্প ঘটেনি। সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ডটি নিজের নামে করে ফেলেছেন জস বাটলার। তবে মোহাম্মদ সিরাজের নামে যুক্ত হয়েছে আইপিএলের ইতিহাসে লজ্জাজনক রেকর্ড।

আইপিএলের একটি মরশুমে আজ অব্দি কোন বোলার এতগুলো ছক্কা হজম করেনি। চলমান রত আইপিএলের মেগা আসরে ১৫ ম্যাচে মাঠে নেমেছেন মোহাম্মদ সিরাজ। যেখানে সর্বসাকুল্যে মোট ৩১টি ছক্কা খেয়েছেন সিরাজ। যার মধ্যে গতকাল রাজস্থানের বিরুদ্ধে আরও তিনটি ছক্কা এসেছে। চলতি আইপিএল তো বটেই বরং আইপিএলের বিগত ১৪ আসলে এটিই একজন বোলারের সর্বোচ্চ ছক্কা খাওয়ার রেকর্ড।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

লজ্জাজনক এই রেকর্ডটি এতদিন ডোয়েন ব্র্যাভোর নামের পাশে যুক্ত ছিল। ২০১৮ সালে আইপিএলের একটি মরশুমে ডোয়েন ব্র্যাভো বল হাতে ২৯টি ছক্কা হজম করেছিলেন। আর এটাই ছিল আইপিএলের ইতিহাসে একজন বোলার হিসেবে সর্বোচ্চ ছক্কা খাওয়ার রেকর্ড।

বল হাতে সিরাজের ব্যর্থতা চোখে পড়লেও মোটের উপর দলের পারফরম্যান্স চলতি আইপিএলে বেশ ভালই ছিল রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের। দীর্ঘ কয়েক বছর পর কোয়াটার ফাইনাল ম্যাচ খেলার যোগ্যতা অর্জন করেছিল বিরাট কোহলিরা। যদিও গতকাল গুরুত্বপূর্ণ ম্যাচে জস বাটলারের ১০৬ রানের লম্বা ইনিংসের সুবাদে ৭ উইকেটে পরাজিত হয় চলতি আইপিএল থেকে বিদায় নিয়েছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর।

About Author