Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কলকাতায় মোদীর সভা, একাধিক রাজনৈতিক দল মোদির সফরে বিঘ্ন ঘটাতে পারে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্যে আসা নিয়ে চারিদিকে বিক্ষোভের আবহ ইতিমধ্যেই তৈরী হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ছাড়াও সিএএ এনআরসি বিরোধিতায় যেভাবে সাধারণ নাগরিক আন্দোলন করছে তাতে রাজ্যে আসলে প্রধানমন্ত্রীকে যে বিক্ষোভের…

Avatar

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্যে আসা নিয়ে চারিদিকে বিক্ষোভের আবহ ইতিমধ্যেই তৈরী হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ছাড়াও সিএএ এনআরসি বিরোধিতায় যেভাবে সাধারণ নাগরিক আন্দোলন করছে তাতে রাজ্যে আসলে প্রধানমন্ত্রীকে যে বিক্ষোভের মুখে পড়তে হতে পারে এমনটাই মনে করা হচ্ছে।

তৃনমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এই সুযোগকে সদ্ব্যবহার করবে তাতে কোন সন্দেহ নেই। সিপিএম, কংগ্রেস-সিপিআইএম লিবারেশনের মতো দলগুলি প্রধানমন্ত্রী আসলে যে বিক্ষোভ করবে তা তো জানিয়েছেই, এছাড়াও সংখ্যালঘুদের একাধিক সংগঠন কালো পতাকা তুলে গো ব্যাক মোদি স্লোগান তুলবে বলে জানিয়েছে। এর আগে প্রধানমন্ত্রী শেষ মুহুর্তে অসম সফর বাতিল করেছেন কারণ সেখানে প্রবল বিক্ষোভের ঝুঁকি ছিল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : মানবিক মুখ মমতার, পদযাত্রা থামিয়ে করে দিলেন অ্যাম্বুলেন্সের রাস্তা

শনিবার বিমানবন্দর সংলগ্ন কৈখালি ও ধর্মতলা, রাজভবন প্রভৃতি স্থান ঘেরাওয়ের পরিকল্পনা করা হয়েছে। প্রধানমন্ত্রী সরকারি সফরে রাজ্যে আসলে যাতে শহরের পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা বজায় থাকে তা নিয়ন্ত্রণ করা রাজ্য প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ।

About Author