Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

প্রথম প্রধানমন্ত্রী হিসেবে বেলুড় মঠে রাত কাটালেন মোদী

সংশোধিত নাগরিকত্ব আইন পাশ হওয়ার পর প্রথমবার কলকাতায় এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন মিলেনিয়াম পার্কের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী যান বেলুড় মঠে। স্থলপথে না গিয়ে তিনি যান জলপথে। গঙ্গা পার হয়ে…

Avatar

সংশোধিত নাগরিকত্ব আইন পাশ হওয়ার পর প্রথমবার কলকাতায় এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন মিলেনিয়াম পার্কের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী যান বেলুড় মঠে। স্থলপথে না গিয়ে তিনি যান জলপথে। গঙ্গা পার হয়ে বেলুড় মঠ পৌঁছান প্রধানমন্ত্রী। স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে রবিবার তিনি বেলুড় মঠে ধ্যান করবেন। রাজভবনে রাত কাটানোর কথা থাকলেও তিনি রাত কাটাবেন বেলুড় মঠেই। বেলুড় মঠের আন্তর্জাতিক অতিথিশালায় রাতে থাকবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন :‘ওখানে বিশেষ কিছু রয়েছে’: কলকাতা সফরের আগে রামকৃষ্ণ মিশন নিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নরেন্দ্র মোদীই প্রথম প্রধানমন্ত্রী যিনি বেলুড় মঠে রাত কাটাবেন, একথা জানিয়েছেন মঠের বর্ষীয়াণ মহারাজ স্বামী অলকেশানন্দ মহারাজজি। রাজভবনে রাত কাটানোর কথা থাকলেও তিনি বেলুড় মঠে রাত কাটাতে চান, সেখানেই ভোজন করতে চান একথা আগেই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইমতোই এদিন বেলুড় মঠের তরফে ব্যবস্থা করা হয়। রবিবার বিবেকানন্দের জন্মদিনে সকালে মঠের সন্ন্যাসীদের সাথে তিনি ধ্যানে বসবেন।

প্রধানমন্ত্রী বেলুড় মঠে থাকবেন বলে, মঠে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সমগ্র মঠ ঘিরে রেখেছে প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা কর্মীরা। এছাড়াও মঠের চারিদিকে রাজ্য পুলিশের স্পেশাল ফোর্স মোতায়েন করে রাখা হয়েছে। এদিন কলকাতায় আসার আগে তিনি টুইট করে বলেন যে, স্বামী বিবেকানন্দের জন্মদিনে আমি কলকাতায় বেলুড় মঠে কাটাবো, এটা আমার পরম সৌভাগ্য। বেলুড় মঠ সবসময়ই একটা বিশিষ্ট জায়গা।

আরও পড়ুন :হেরিটেজ ট্যুরিজম হিসেবে তুলে ধরা হবে বাংলাকে, কলকাতা সফরে এসে জানালেন মোদী

এদিকে কলকাতায় পৌঁছানোর সাথে সাথেই মোদী গো ব্যাক ধ্বনি ওঠে তার বিরুদ্ধে। সেসব উপেক্ষা করেই নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে তিনি ওল্ড কারেন্সি বিল্ডিংয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রাজভবনে বৈঠকের পর মিলেনিয়াম পার্কে যান মুখ্যমন্ত্রীকে সঙ্গে করে নিয়েই। সেখানে হাওড়া ব্রিজের লাইট এন্ড সাউন্ডের উদ্বোধন করে জলপথে তিনি বেলুড় যান।

About Author