শিবসেনা দাবি করেছে শুধুমাত্র নাগরিকত্ব বিলের ভিত্তিতে হিন্দু এবং মুসলমান এই দুই সম্প্রদায়ের মধ্যে বিভাজন তৈরী করছে মোদি সরকার। বিজেপির বিরুদ্ধে আক্রমণে শামিল হয়েছেন এবার শিবসেনা আক্রমণের বিষয় হল নাগরিক সংশোধনী বিল।
তারা মনে করছেন এই বিলের আড়ালে আসলে ভোটব্যাঙ্কের রাজনীতির চলছে, যেটা একেবারেই জনগণের বিপরীত পন্থী। সোমবার লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিল পেশ করার পরেই এইসব আলোচনার কবলে পড়ে বিজেপি সরকার।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই প্রতিবেদনে হিন্দু ও অমুসলিম অনুপ্রবেশকারীদেরই একমাত্র নাগরিকত্ব দেওয়া নিয়ে প্রশ্ন তোলা হয়, শুধুমাত্র নাগরিকত্ব বিল ই নয় তাছাড়া ও সার্জিক্যাল স্ট্রাইক ও বালাকোট প্রসঙ্গ টেনে নিয়ে সরকারকে একের পর এক প্রত্যাঘাত করে শিবসেনা।
শিবসেনা প্রশ্ন করেন যে তারা কেন বিজেপি সরকার কেন অনুপ্রবেশকারীদের ঢুকতে পারছেন না। তাদের মতে শুধু নাগরিকত্ব দেওয়াই নয় বেআইনি পথেও অনুপ্রবেশকারীদেরও রুখতে হবে।