Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দীপাবলীর পরে বড় উপহার মোদি সরকারের, এক বছরের জন্য বিনামূল্যে রেশন পাবেন এই মানুষরা

১ জানুয়ারি ২০২৩ থেকে এক বছরের জন্য প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অধীনে ৮০ কোটিরও বেশি মানুষকে বিনামূল্যে খাদ্য সরবরাহ করে ফেলেছে কেন্দ্রীয় সরকার। ছত্রিশগড়ের দুর্গে একটি জনসভায় ভাষণ দেওয়ার সময়…

Avatar

১ জানুয়ারি ২০২৩ থেকে এক বছরের জন্য প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অধীনে ৮০ কোটিরও বেশি মানুষকে বিনামূল্যে খাদ্য সরবরাহ করে ফেলেছে কেন্দ্রীয় সরকার। ছত্রিশগড়ের দুর্গে একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেন, কেন্দ্রের বিজেপি সরকারের বিনামূল্যে রেশন প্রকল্প PMGKAY আগামী পাঁচ বছরের জন্য আরো লাগু থাকবে। প্রধান বিরোধী দল কংগ্রেস এই ঘোষণাকে নির্বাচনী আচরণবিধির লংঘন বলে অভিহিত করলেও, কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী আগামী আরো ৫ বছরের জন্য কিন্তু এই সিদ্ধান্ত বহাল রাখবে সরকার। প্রসঙ্গত উল্লেখ্য, এই মুহূর্তে ভারতের পাঁচটি রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।

একটি সরকারি বিবৃতিতে খাদ্য মন্ত্রক জানিয়েছে, অন্তদ্যয় অন্ন যোজনা পরিবার এবং PMGKAY এর অধীনে অগ্রাধিকার পাওয়া পরিবারের সুবিধাভোগীদের ১ জানুয়ারি ২০২৩ থেকে শুরু করে এক বছরের জন্য বিনামূল্যে খাদ্য সরবরাহ করা হয়েছে। গত বছরের ডিসেম্বরে, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পকে জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের সাথে একীভূত করেছিল সরকার। ২০২০ সালে বিনামূল্যে অতিরিক্ত খাদ্য সরবরাহ করার জন্য এই প্রকল্প চালু করেছিল সরকার।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

NFSA এর অধীনে গ্রামীণ জনসংখ্যার ৭৫ শতাংশ এবং শহুরে জনসংখ্যার ৫০ শতাংশ এই PMGKAY প্রকল্পের অগ্রাধিকার পেয়ে থাকে। যারা সব থেকে গরীবের তালিকায় রয়েছে তারা প্রতি বছরে ৩৫ কিলোগ্রাম খাদ্যশস্য পাওয়ার অধিকারী। অন্যদিকে যারা অগ্রাধিকার প্রাপ্ত পরিবার রয়েছেন তারা প্রতিমাসে পাঁচ কিলো খাদ্যশস্য পেয়ে যাবেন। খাদ্য মন্ত্রক জানিয়েছে, বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হলে দরিদ্র সুবিধাভোগীরা অনেকটাই লাভবান হতে পারেন এই দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে।

About Author
news-solid আরও পড়ুন