Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

হবু সন্তানকে আশীর্বাদ প্রধানমন্ত্রীর, বললেন ‘তোমরা খুব ভালো বাবা-মা হবে’

এ হল খোদ প্রধানমন্ত্রীর আশীর্বাদ হবু মা-বাবা কে? আপনি পেয়েছেন এরকম আশীর্বাদ? কি করে পাবেন? আপনি কি সেলিব্রিটি নাকি আপনি সোশ্যাল মিডিয়ায় ফলাও করে আপনার প্রেগন্যান্সি পোস্ট করেন। যাইহোক, ভারতের…

Avatar

এ হল খোদ প্রধানমন্ত্রীর আশীর্বাদ হবু মা-বাবা কে? আপনি পেয়েছেন এরকম আশীর্বাদ? কি করে পাবেন? আপনি কি সেলিব্রিটি নাকি আপনি সোশ্যাল মিডিয়ায় ফলাও করে আপনার প্রেগন্যান্সি পোস্ট করেন। যাইহোক, ভারতের অধিনায়কের ঘরে প্রথম সন্তান আসতে চলেছে, এরপর সেই ছবি পোস্ট করলে কেউ কি আর হাত গুঁটিয়ে বসে থাকতে পারেন? তাইতো বর্তমান প্রধানমন্ত্রী একেবারে দরাজ মনে আশীর্বাদ করলেন বিরাট-অনুষ্কা কে।

হবু সন্তানকে আশীর্বাদ প্রধানমন্ত্রীর, বললেন 'তোমরা খুব ভালো বাবা-মা হবে'

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

১৭ই সেপ্টেম্বর ছিল মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন বিরাট, এরপরেই মোদীজি পাল্টা ট্যুইট করে এই হবু মা-বাবা কে আশীর্বাদ করে বলেন, “ধন্যবাদ বিরাট। আমি তোমাকে এবং অনুষ্কাকে অনেক অভিনন্দন জানাতে চাই। আমি নিশ্চিত তোমরা দুজনে দুর্দান্ত বাবা-মা হবে।”

প্রধানমন্ত্রীর আশীর্বাদ পেয়ে গদগদ অনুষ্কা জানান, “ধন্যবাদ স্যার এই সুন্দর শুভেচ্ছা বার্তার জন্য! আশা করছি আপনার জন্মদিন খুব ভালো কেটেছে! সবসময় আপনার সুস্বাস্থ্য প্রার্থনা করি। অন্যদিকে বিরাট লেখেন, “এই সুন্দর শুভেচ্ছার জন্য মন থেকে ধন্যবাদ জানাচ্ছি।”

কিছুদিন আগেই, অনুষ্কা নিজের বেবি বাম্পের ছবি পোস্ট করে অনুষ্কা লেখেন, “এর থেকে বেশি বাস্তব এবং মহান অনুভূতি আর কিছুই হতে পারে না-যে তোমার ভিতরে তুমি একটা প্রাণ বেড়ে উঠছে। যদিও এটার নিয়ন্ত্রণ তোমার হাতে নেই, তবে এটা আসলে কী?”

অনুষ্কা-বিরাটের ঘরে অতিথি আসতে চলেছে ২০২১ এর প্রথমদিকেই। তাই দুজনেই দিন গুনছেন নতুন অতিথিক স্বাগত জানানোর জন্য।

হবু সন্তানকে আশীর্বাদ প্রধানমন্ত্রীর, বললেন 'তোমরা খুব ভালো বাবা-মা হবে'

About Author