Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দেশজুড়ে লকডাউন, করোনা সংক্রমণে ১৫ হাজার কোটি টাকা অনুদান ঘোষণা মোদীর

করোনাভাইরাস সংক্রমণ দেশজুড়ে ধীরে ধীরে মহামারির আকার নিচ্ছে। পরিস্থিতি সামাল দিতে সবরকম চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। এবার আরও একটি বড় রকমের পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার মধ্যরাত থেকেই ২১ দিনের জন্য…

Avatar

করোনাভাইরাস সংক্রমণ দেশজুড়ে ধীরে ধীরে মহামারির আকার নিচ্ছে। পরিস্থিতি সামাল দিতে সবরকম চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। এবার আরও একটি বড় রকমের পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার মধ্যরাত থেকেই ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা করলেন দেশজুড়ে। শুধু তাই নয় করোনা মোকাবিলায় ১৫ হাজার কোটি টাকা অনুদান দেওয়ার কথাও জানালেন তিনি।

এর আগে বৃহস্পতিবার দেশজুড়ে জনতা কারফিউ জারি করেছিলেন প্রধানমন্ত্রী। সেই পরিপ্রেক্ষিতে লকডাউনের কথা ঘোষণা করতে গিয়ে তিনি বলেন, ” একদিনের যে জনতা কারফিউ হয়েছে তাতে সাধারণ মানুষ দেখিয়েছে দেশের উপর সংকট আসলে কীভাবে সবাই মিলে একজোট হয়ে তার মোকাবিলা করা যায়। আপনাদের সবাইকে জনতা কারফিউ সমর্থন করার জন্য ধন্যবাদ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আপনারা সবাই এই মহামারির কথা সংবাদমাধ্যমে দেখছেন এবং শুনছেন। সাথে এটাও দেখছেন যে অন্যান্য দেশ কীভাবে এই মহামারির সঙ্গে মোকাবিলা করছে। তবে আমাদের দেশও যে চেষ্টা করছে না, এমন কিন্তু নয়। বিশেষজ্ঞদের দাবী এই মহামারি মোকাবিলার একমাত্র উপায় সামাজিক দূরত্ব বজায় রাখা। এই সময়ে নিজেদের ঘরে বন্দি রাখার চেয়ে অন্য ভালো উপায় আর নেই। তবে কেউ কেউ ভাবছেন সামাজিক দূরত্ব শুধুমাত্র রোগীদের জন্য দরকার, কিন্তু আদতে তা নয়, এটা সবার জন্য সমানভাবে জরুরি। এই সময়ে একটু ভুল খুব বড় সমস্যার কারণ হতে পারে। এমন যদি চলতে থাকে তবে গোটা দেশকে কত বড়ো মূল্য চোকাতে হবে, তার আন্দাজ করাও মুশকিল।”

তাই এই ভয়ংকর পরিস্থিতিতে ২১ দিনের লকডাউনসহ স্বাস্থ্যখাতে ১৫ হাজার কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা করলেন নরেন্দ্র মোদি। এছাড়া তিনি বলেন যে, পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট, ভেন্টিলেটর, বেড, আইসোলেশন সুবিধার সংখ্যা বাড়ছে এবং মেডিক্যাল ও প্যারামেডিক্যালের কাজও যথেষ্ট এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

About Author