Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জি- ৭ বৈঠকে মুখোমুখি মোদী ও ট্রাম্প, কাশ্মীর নিয়ে পাশে থাকার আশ্বাস আমেরিকার!

অরূপ মাহাত: জি-৭ বৈঠকে যোগ দিতে বর্তমানে ফ্রান্সে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠকও সেরে ফেললেন ভারতের প্রধানমন্ত্রী। জি- ৭ এর মঞ্চকে…

Avatar

অরূপ মাহাত: জি-৭ বৈঠকে যোগ দিতে বর্তমানে ফ্রান্সে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠকও সেরে ফেললেন ভারতের প্রধানমন্ত্রী। জি- ৭ এর মঞ্চকে নিজেদের সমর্থন আদায়ের কাজে লাগালেন বুদ্ধিমত্তার সাথে।

কাশ্মীর ইস্যুতে বিশ্বের বিভিন্ন দেশের দরজায় দরজায় ঘুরে ভারতের বিরোধিতা করে গেছে পাকিস্তান। ভারতের সিদ্ধান্তে কাশ্মীরে সমস্যার সৃষ্টি হতে পারে, এমন আশঙ্কায় সমস্ত দেশকে বোঝানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল তারা। কিন্তু তাদের সে প্রচেষ্টা কার্যত মুখ থুবড়ে পড়ে। পাক বন্ধু চিনও একসময় হাত সরিয়ে নেয়। এমন সময়ে ভারত আমেরিকার দৌত্য সমস্যায় ফেলতে পারে পাকিস্তানের প্রশাসনকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

জি- ৭ বৈঠকে যোগ দিতে এসে ভারতের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন ডোনাল্ড ট্রাম্প। সেই বৈঠক শেষে, আজ, সোমবার নরেন্দ্র মোদী জানান, ‘কাশ্মীর সমস্যা ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সমস্যা। এর মধ্যে অন্য কোন দেশের হস্তক্ষেপের প্রয়োজন নেই।’ ভারতের প্রধানমন্ত্রীর সাথে সুর মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীর নিয়ে সমস্ত কিছু আমাকে বলেছেন। ওখানে সমস্যা নিয়ন্ত্রণে রয়েছে। প্রয়োজনে পাকিস্তানের সাথে কথা বলে সমস্যার সমাধান করতে পারবে ভারত।’

About Author