দেশনিউজ

দীপাবলিতে ভারতীয় সেনাদের জন্য প্রদীপ জ্বালান, বার্তা মোদির, সেনাদের সেলাম জানালেন রাহুল

Advertisement
Advertisement

নয়াদিল্লি: আজ, শুক্রবার ভূত চতুর্দশী। আগামিকাল, শনিবার দেশ জুড়ে পালিত হবে আলোর উৎসব দীপাবলি বা দিওয়ালি। আর এই দীপাবলীর শুভ উৎসবে প্রহরারত সেনা জওয়ানদের উদ্দেশ্যে দেশবাসীকে প্রদীপ জ্বালানোর বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ, শুক্রবার জম্মু-কাশ্মীরের উরি সেক্টরে পাকিস্তানের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করায় গুলিবর্ষণে তিনজন জওয়ান শহীদ হয়েছেন। এমনকি ভারতীয় সেনাদের পাল্টা জবাবে পাকিস্তান সেনারাও নিহত হয়েছেন। এই ঘটনার দিনই প্রধানমন্ত্রী ভারতীয় সেনাদের উদ্দেশ্যে দেশবাসীকে দীপাবলীর শুভক্ষণে প্রদীপ জ্বালাতে বলেছেন।

Advertisement
Advertisement

মোদি টুইট করে দেশবাসীর উদ্দেশ্যে লিখেছেন, ‘এই দিওয়ালিতে আসুন এই দেশকে ভয়-ভীতিহীন মেজাজে পাহারা দিয়ে রক্ষা করছেন যে জওয়ানরা তাদের স্যালুট জানাতে একটা প্রদীপ জ্বালাই। জওয়ানদের দৃষ্টান্তমূলক সাহসের জন্য ওদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশে যে কোনও ভাষা, শব্দই যথেষ্ট নয়। সীমান্ত রক্ষায় অতন্দ্রপ্রহরীর ভূমিকায় থাকা জওয়ানদের পরিবারগুলির প্রতিও কৃতজ্ঞ আমরা।’

Advertisement

Advertisement
Advertisement

প্রধানমন্ত্রী একদিকে যখন ভারতীয় সেনাদের উদ্দেশ্যে দেশবাসীকে প্রদীপ জ্বালানোর বার্তা দিলেন, ঠিক সেই সময় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী আজ উরিতে যে হামলার ঘটনা ঘটেছে, তার তীব্র সমালোচনা করে ভারতীয় সেনাদের টুইট করে সেলাম জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘পাকিস্তান যখনই যুদ্ধবিরতি লঙ্ঘন করে, তখনই তার আতঙ্কিত, ভীত চেহারা দুর্বলতাই প্রকট হয়। উৎসবের সময়ও নিজের পরিবার থেকে অনেক দূরে ভারতীয় জওয়ানরা দেশ রক্ষায় নিয়োজিত থাকেন। পাকিস্তানের ঘৃণা চক্রান্তকে ব্যর্থ করে দেন ভারতীয় সেনা জওয়ানরা। তাই এই শুভদিনে ভারতীয় সেনাদের আমার সেলাম।’

Advertisement

Related Articles

Back to top button