Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

চাবুক ফিগার, বিকিনি পরে উষ্ণতা ছড়ালেন সলমনের হট বৌদি, নিমেষেই ভাইরাল ছবি

ইটালিয়ান মডেল-অভিনেত্রী জর্জিয়া অ্যান্দ্রিয়ানি ইদানিং নিজের ‘হট’ ছবি পোস্ট করতে শুরু করেছেন সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি তিনি সি-বিচে বিকিনি পরে লাস‍্যময়ী ভঙ্গিমায় ছবি তুলে শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। জর্জিয়ার হট ছবিগুলি…

Avatar

ইটালিয়ান মডেল-অভিনেত্রী জর্জিয়া অ্যান্দ্রিয়ানি ইদানিং নিজের ‘হট’ ছবি পোস্ট করতে শুরু করেছেন সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি তিনি সি-বিচে বিকিনি পরে লাস‍্যময়ী ভঙ্গিমায় ছবি তুলে শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। জর্জিয়ার হট ছবিগুলি সাইবার দুনিয়ায় ভাইরাল হয়েছে। জর্জিয়া ও অভিনেতা আরবাজ খানের প্রেমকাহিনী এই মুহূর্তে বলিউডে ক্রমশ চর্চার বিষয় হয়ে উঠেছে। আরবাজ ও জর্জিয়াকে সর্বদা একসঙ্গে দেখা যায়। আরবাজের প্রাক্তন স্ত্রী মালাইকা অরোরা অর্জুন কাপুরের সঙ্গে তাঁর সম্পর্কের জন্য প্রায়ই ট্রোলড হচ্ছেন সোশ্যাল মিডিয়ায়।  অথচ জর্জিয়াও আরবাজের থেকে বয়সে অনেক ছোট হয়েও আরবাজ  বা জর্জিয়াকে কিন্তু ট্রোল করা হচ্ছে না।  অথচ মালাইকা নিজের সংসার বাঁচাতে চেয়ে আরবাজের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন। কিন্তু আরবাজ তাঁকে উপেক্ষা করে জর্জিয়াকে নিয়ে তাঁর সামনে দিয়ে বেরিয়ে চলে গিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় এই দৃশ্যটি ভাইরাল হলেও দোষী করা হয় মালাইকাকেই। এই ঘটনায় প্রমাণিত হয়, একবিংশ শতাব্দীতে এসেও মেয়েদের মানুষ বলে মনে করেন না সমাজের একাংশ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে মালাইকার স্টারডম আলাদা। জর্জিয়ার পক্ষে তা অতিক্রম করা মুশকিল। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি মালাইকা নিজের একটি ছবি শেয়ার করেছেন। লো-নেক সাদা পোশাকে মালাইকা বলিউডের তাবড় নায়িকাদের দশ গোল দিয়েছেন। এবার এই ছবি শেয়ার করার পর অদ্ভুত ভাবে মালাইকা কিন্তু ট্রোলড হননি। বরং নেটিজেনরা তাঁর এভারগ্রিন সৌন্দর্যের প্রশংসা করেছেন।

মালাইকা ও অর্জুনের বয়সের ফারাক পনেরো বছর।  এর ফলে ইদানিং  অযথা মালাইকাকে তাঁর বয়স নিয়ে কটূক্তি করা শুরু হয়েছে।  ভারতবর্ষে বরাবর একটি প্রবাদ প্রচলিত রয়েছে, তা হলো ‘মেয়েরা কুড়িতে বুড়ি’। এই প্রবাদকে অন্ধভাবে অনুসরণ করে মেয়েদের ত্রিশ বছর বয়স হতেই সমাজ মেয়েদের ‘বুড়ি’ বলতে শুরু করে।  এই কারণেই একবিংশ শতাব্দীতে এসেও মালাইকার সাতচল্লিশ বছর বয়স নেটিজেনদের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে।  কিন্তু ‘মেয়েরা কুড়িতে বুড়ি’ এই প্রবাদটির অন্তর্নিহিত অর্থ হলো মেয়েরা খুব তাড়াতাড়ি সামাজিক প্রভাবে ও বৈজ্ঞানিক কারণে ছেলেদের তুলনায় বেশী ‘ম্যাচিওর’ হয়ে যান।  কিন্তু পুরুষতান্ত্রিক সমাজ এই প্রবাদটির ভুল ব্যাখ্যা করে।  সমাজে আজও মেয়েদের বিয়ের জন্য বয়সে বড় পাত্রের খোঁজ করা হয়।  কিন্তু একটি মেয়ে যদি তাঁর থেকে বয়সে ছোট একটি ছেলেকে বিয়ে করেন, তাহলে তিনি সমাজের চক্ষুশূল হয়ে যান।

এর আগে মালাইকা বিয়ে করেছিলেন অভিনেতা আরবাজ খানকে।  কিন্তু আরবাজের বেআইনি ক্রিকেট বেটিং মামলা তাঁদের বহুদিনের দাম্পত্যে চিড় ধরিয়ে দেয়।  অপরদিকে আরবাজ জর্জিয়ার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন।  মালাইকা ও আরবাজের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।  বহুদিন সিঙ্গল থাকার পর মালাইকার সঙ্গে অর্জুনের সম্পর্ক তৈরী হয়।  চলতি বছরে তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নিলেও করোনা পরিস্থিতির কারণে তা পিছিয়ে গিয়েছে।

About Author