Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ফোন নিয়ে বিস্ফোরক সিদ্ধান্ত মোবাইল সংস্থার! শীঘ্রই জেনে নিন আপনিও

প্রীতম দাস, নিজস্ব প্রতিনিধি: আউটগোইং কলের রিং ডিউরেশন জিও আগেইকমিয়ে দিয়েছিল । এবার সেই পথই অনুসরণ করল এয়ারটেল , ভোডাফোন আইডিয়া। ইতিমধ্যে এয়ারটেলের তরফ থেকে রিং ডিউরেশন কমিয়ে ২৫ সেকেন্ড…

Avatar

প্রীতম দাস, নিজস্ব প্রতিনিধি: আউটগোইং কলের রিং ডিউরেশন জিও আগেইকমিয়ে দিয়েছিল । এবার সেই পথই অনুসরণ করল এয়ারটেল , ভোডাফোন আইডিয়া। ইতিমধ্যে এয়ারটেলের তরফ থেকে রিং ডিউরেশন কমিয়ে ২৫ সেকেন্ড করার কথা জানিয়ে দেওয়া হয়েছে ট্রাই এর তরফ থেকে।

এয়ারটেল চিঠি দিয়ে ট্রাই কে জানিয়েছে, বার বার বিষয়টা জানিয়েও কাজ হয়নি কল ডিউরেশন ২৫ সেকেন্ডই রেখেছে জিও। তাই আর্থিক ক্ষতি কমাতে একই পথে হাটতে হলো এয়ারটেলকে। আগে আপনার ফোনে কল এলে ৪৫ সেকেন্ড ধরে রিং হতো। জিও সেই রিং টোন এর ডিউরেশন ২৫ সেকেন্ড করে দেয়। এরপর অন্যান্য মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা বৈঠক করে স্থির করে যে, রিং এর সময়সীমা ৩০ সেকেন্ড করা হবে কিন্তু জিও সেই গাইডলাইন না মেনে ২৫ সেকেন্ড রিং ডিউরেশন চালিয়ে যাচ্ছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এ বিষয়ে ট্রাইকে অভিযোগ জানালেও ট্রাই কোনো পদক্ষেপ গ্রহণ করেনি ফলতঃ বাধ্য হয়ে এয়ারটেল ক্ষতির পরিমাণ কমাতে রিং এর সময়সীমা কমিয়ে দিল। তবে ট্রাই এর তরফ থেকে অপারেটর দের জানানো হয়ছে অন্ততপক্ষে একটা গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করুক তারা।

About Author