বলিউডবিনোদন

সেলিম খানের পরিবারের প্রতি বাধ্য থাকবেন মিঠুন চক্রবর্তী, সালমান খানের সাথে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ‘ডিস্কো ড্যান্সার’

গত পাঁচ দশক ধরে এই বলিউড ইন্ড্রাস্ট্রিতে রয়েছেন মিঠুন চক্রবর্তী

×
Advertisement

টলিউড থেকে বলিউড, দেশজুড়ে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে আট থেকে আশি সবাই চেনেন। অসম্ভব সুন্দর অভিনয় দক্ষতা এবং সেইসাথে মনমুগ্ধকর ডায়লগ ডেলিভারি তাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছে। বর্তমানে তাঁর বয়স বেড়েছে অনেক। তবে অভিনয় জগত ছাড়তে পারেননি তিনি। কিছুদিন আগে কাশ্মীর ফাইলস সিনেমায় ব্যাপক অভিনয় করে নতুন করে লাইমলাইট এসেছেন তিনি। তাঁর জনপ্রিয়তায় একফোঁটা আঁচ পড়েনি এখনও। বলিউডের ডিস্কো ডান্সার এখনও সবার কাছে মিঠুনদা বলেই খ্যাত। এবার এই মিঠুন চক্রবর্তী বলিউডের বিখ্যাত চিত্রনাট্যকার সেলিম খানের সাথে তাঁর সম্পর্ক নিয়ে কথা বলেছেন।

Advertisements
Advertisement

মিঠুন চক্রবর্তী সম্প্রতি জানিয়েছেন যে তাঁর সাথে বেশ ভালো সম্পর্ক রয়েছে সেলিম খান ও তাঁর ছেলে সালমান খানের। মিঠুন চক্রবর্তী তাঁর সাথে বলিউড দাবাং সালমান খানের বন্ড সমন্ধেও মন্তব্য করেছেন। কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খানের ছেলে হিসেবে সালমানকে তিনি কীভাবে প্রথম জানতে পেরেছিলেন তা শেয়ার করেছেন মিঠুন । ৭২ বছর বয়সী অভিনেতা এও জানিয়েছেন যে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পরিবর্তন হয়নি এমন কয়েকটি জিনিস সম্পর্কেও।

Advertisements

সালমান সম্পর্কে কথা বলতে গিয়ে মিঠুন বলেন, ‘দাবাং’ খানকে প্রায়ই মানুষ ভুল বোঝেন। তার মতে, সালমান এমন একজন ব্যক্তি যার সাথে আপনি প্রথম দর্শনেই প্রেমে পড়তে পারেন। পিঙ্কভিলার সঙ্গে কথা বলতে গিয়ে মিঠুন বলেন, “আপনি প্রথম দেখাতেই তার (সালমানের) প্রেমে পড়ে যাবেন। তিনি আমার একটি ছবির সহকারী পরিচালক ছিলেন। তিনি আমার সাথে বসতেন। আমি সত্যিই তাকে পছন্দ করেছি।” এও তিনি বলেন যে আমি যখন প্রথম সালমানকে জানলাম, তিনি সালমান খান নন , তিনি সেলিম খানের ছেলে। সেলিমজি আমার জন্য অনেক সংগ্রাম করেছেন। একবার আমার দিকে তাকিয়ে বললেন, ‘তোমার মুখে এমন মায়া আছে, তুমি অভিনেতা হও না কেন?’ তিনি আমাকে একটি ছবিতে অভিনয় করার জন্য অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু নিয়তি তখন আমাকে সাপোর্ট করেনি। আমি সেলিম জির সামনে মাথা তুলতে পারি না।

Advertisements
Advertisement

এছাড়াও ফিল্ম ইন্ডাস্ট্রিতে পাঁচ দশক থাকার পর এই বলিউড ইন্ড্রাস্ট্রি নিয়ে মন্তব্য করেছেন মিঠুন চক্রবর্তী। তিনি এই কথা বলেছেন যে বলিউডের ব্যাপক উন্নতি হলেও কিছু বিষয় অপরিবর্তিত রয়েছে। তাঁর কথায়, “একটি জিনিস যা শিল্পে পরিবর্তিত হয়নি তা হিংসা। কারো ছবি হিট হলে অন্যরা রাতে ঘুমাতে পারে না। আমি সবসময় এই ধরনের জিনিস থেকে দূরে থাকতাম। আরেকটি জিনিস যা এই শিল্পে পরিবর্তিত হয়নি তা হল গসিপ। যে ভালো গসিপ করবে তাকে পার্টিতে গৃহীত হবে, যে কারণে আপনি আমাকে অনেক পার্টিতে দেখতে পাননি।”

Related Articles

Back to top button