২০১৯ লোকসভা ভোটের আগে থেকেই বিজেপিতে একাধিক নেতা থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীর বিজেপিতে যোগ। এবার ’এমেলে ফাটাকেষ্ট’ ওরফে মিঠুন চক্রবর্তী কি বিজেপিতে যোগ দিচ্ছেন? তা নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা ছড়িয়েছে। এবার এই জল্পনাকে উসকে দিল খোদ মিঠুন চক্রবর্তী।
মহারাষ্ট্রের নাগপুরে অবস্থিত আরএসএসের সদর দপ্তরে তাঁকে দেখা যাওয়ার পরেই বাংলার রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে জল্পনা। এই টলিউড, বলিউড কাপানো এই বিখ্যাত অভিনেতা গতকাল বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদর দপ্তরে আচমকা হাজির হয়ে যান। তারপর তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কেশব বলিরাম হেডগেওয়ারের মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর পাশাপাশি আরএসএসের কার্যকর্তারা তার হাতে সংঘের তরফে একটি ফোটো ফ্রেমও তুলে দেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতাহলে কি মিঠুন চক্রবর্তী কি আবার রাজনীতিতে যোগ দিচ্ছেন। তাই আবার বিজেপিতে। ধোয়াশা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। শারীরিক অসুস্থতার কারণে অনেকদিন দেখা যায়নি বাংলার ‘মহাগুরকে’। তিনি তার শারীরিক অসুস্থতার কারণেই রাজ্যসভার সংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। তাহলে তিনি আবার রাজনীতিতে ফিরে আসছেন। শোরগোল রাজনীতি থেকে অভিনয় জগতে।