সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে পর্দার মিঠাই ও ঠাম্মি মিরিকের রাস্তায় একেবারে তাল মিলিয়ে ক্যাটওয়ার্কে মেতেছেন। সম্প্রতি সৌমিতৃষা নিজেই ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করে নিয়েছেন এই ভিডিওটি, যা এই মুহূর্তে রীতিমতো ভাইরাল।তবে ধারাবাহিকের গল্প অনুযায়ী, মিঠাই হারিয়ে গিয়েছে পাহাড়ে। তাকে পাগলের মত চারিদিকে খুঁজে বেড়াচ্ছে মিঠাইয়ের দাদুর নাতি। রীতিমতো কাঁদছে সে। এমনকি গোপালের কাছেও বলেছে এই প্রথমবারের জন্য মিঠাইকে ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছে সে। সে কোন মূল্যেই মিঠাইকে হারাতে চায়না। এরপরে কি হতে চলেছে! তা দেখার জন্য চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।
Mithai: পর্দার মিঠাই মডার্ণ লুকে, দেখেই ফিদা উচ্ছেবাবু
গত একবছর ধরে টেলিভিশনের পর্দায় 'মিঠাই' ধারাবাহিক দর্শকদের মনোরঞ্জন করে চলেছে। এই একবছর ধরে মিঠাই এক নম্বর স্থান ধরে রেখেছিল। তবে সম্প্রতি প্রতিপক্ষ চ্যানেল স্টার জলসার নতুন হিট ধারাবাহিক 'গাঁটছড়া'র…

আরও পড়ুন