রিল লাইফে মিঠাই আর তোর্সার মধ্যে যতই লড়াই চলুক রিয়েল লাইফে তাঁদের বন্ডিং কিন্তু বেশ মধুর। গল্পে টেস মিঠাই শত্রু হলেও বাস্তবে সৌমিতৃষা আর তন্বী বিবিএফ! একে অপরকে চোখে হারায়। শ্যুটিং এর ফাঁকে সময় পেলেই একসাথে গল্প করেন, ছবি তোলেন, নানান মজার মজার রিল ভিডিও বানান। এবার জি বাংলার তরফে একটা রিল ভিডিও শেয়ার করা হল তাঁদের। বাংলা গানে দুই বিএফ একটি চেয়ারে বসে সেটের সাজে রিল ভিডিও বানালেন। এই ভিডিও দেখে মন ভরে গেল সকল ‘মিঠাই’ ভক্তদের। তবে অনেকেত গাল ফুলল সিডাই অনুগামীদের। কারণ কবে থেকে তাঁরা আবদার করে আসছে সিড আর মিঠাইয়ের রিল দেখার! কিন্তু তা আর হচ্ছে না। এবারেও সেই একই আবাদর জমা পড়ল জি বাংলার কাছেও। তবে টেস আর মিঠাইয়ের এই ভিডিও বেশ ভালোই ভাইরাল।
Mithai: গলায় গলায় বন্ধুত্ব টেসবুড়ির সঙ্গে মিঠাই রানীর, ছাদেই হচ্ছে দুই জায়ের ভাব! রইলো ভিডিও
জি বাংলার ‘মিাঠাই’ একে একে পেরিয়ে যাচ্ছে একের পর এক রেকর্ড। এর আগে কোনও ধারাবাহিক এভাবে একটানা নম্বর ১-র জায়গা ধরে রাখতে পারেনি টিআরপি তালিকায়। উচ্ছেবাবু আর তুফান মেলের দুষ্টু…

By

আরও পড়ুন