আপাতত, টেলিভিশনের পর্দায় সিদ্ধার্থের বাবা অর্থাৎ সমরেশ মোদকের বিয়ের পর্ব শেষ হয়েছে। বেশ মজা করেই সেই পর্বগুলোর শুটিং শেষ করেছেন তারা। আপাতত হল্লা পার্টির হাতে নতুন প্রজেক্ট। নিপা-রুদ্রর বিয়ে নিয়েও ব্যস্ত মিঠাইরানী। নিপার মা লতা পুলিশ হওয়ার জন্য রুদ্রর সাথে কিছুতেই নিপার বিয়ে দেবেন না বলে বেঁকে বসেছেন। তিনি তোর্সার সাথে হাত মিলিয়ে নিপার বর খুঁজতে শুরু করে দিয়েছেন। তবে শেষপর্যন্ত কি হয়! তা দেখার জন্যই চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।
Soumitrisha Kundu: মন খুলে বৃষ্টিতে ভিজলেন পর্দার ‘মিঠাই’, অভিনেত্রীর নাচে মুগ্ধ নেটজনতা
এই মুহূর্তে বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক জি বাংলার 'মিঠাই'। গত একবছরের বেশি সময় ধরে এই ধারাবাহিক মনোরঞ্জন করছে দর্শকদের। ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যায় সৌমিতৃষা কুন্ডুকে।…

আরও পড়ুন