Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মেকাপ রুমেই গলা ছেড়ে মাইক নিয়ে গান গাইলেন পর্দার সিদ্ধার্থ, শেয়ার হতেই ভাইরাল ভিডিও

আদৃত রায় বর্তমানের অন্যতম পরিচিত একজন অভিনেতা। বড়পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও বেজয় জনপ্রিয় তিনি। বর্তমানে 'মিঠাই' ধারাবাহিকের হাত ধরে দর্শকমহলে এক বিপুল জনপ্রিয়তা পেয়েছেন আদৃত। বড়পর্দা দিয়ে নিজের অভিনয় জীবন শুরু…

Avatar

আদৃত রায় বর্তমানের অন্যতম পরিচিত একজন অভিনেতা। বড়পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও বেজয় জনপ্রিয় তিনি। বর্তমানে ‘মিঠাই’ ধারাবাহিকের হাত ধরে দর্শকমহলে এক বিপুল জনপ্রিয়তা পেয়েছেন আদৃত। বড়পর্দা দিয়ে নিজের অভিনয় জীবন শুরু করলেও এই মুহূর্তে টেলিভিশন জগতের স্টার তিনি। মিঠাই ধারাবাহিকে সিদ্ধার্থের চরিত্রে অভিনয় করে দর্শকদের মাঝে তাদের অন্যতম প্রিয় অভিনেতা হয়ে উঠেছেন তিনি। উল্লেখ্য, পর্দায় তার সাথে মিঠাইয়ের অর্থাৎ সৌমিতৃষা কুণ্ডুর অনস্ক্রিন রসায়ন প্রথম থেকেই মনে ধরেছে দর্শকদেরও।বর্তমানে প্রযুক্তির উন্নতির সাথে সাথে ধারাবাহিক অনুরাগীরা অনস্ক্রিনের পাশাপাশি অফস্ক্রিন নিজেদের প্রিয় তারকাদের কাণ্ডকারখানা দেখতেও পছন্দ করেন। সম্প্রতি মেকাপ রুমেই গলা ছেড়ে মাইক নিয়ে গান গেয়ে উঠলেন আদৃত। নিজের সেই গান গাওয়ার ভিডিও নিজের ফেসবুকের অফিশিয়াল পেজ থেকে শেয়ার করেছেন অভিনেতা, যা এই মুহূর্তে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়েছে। একজন ভালো অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি যে একজন ভালো গায়কও তা আর আলাদাভাবে বলার প্রয়োজন নেই। থেকে থেকেই সোশ্যাল মিডিয়ার পর্দায় তার গান গাওয়ার ভিডিও ভাইরাল হয়। ইতিমধ্যেই প্লেব্যাক করে ফেলেছেন আদৃত।সম্প্রতি তার গান গাওয়ার আরো একটি ভিডিও ভাইরাল হয়েছে মিঠাইয়ের সেটেই। ভাইরাল হওয়া ভিডিওটিতে ‘কালি কালি রাত মে’ গানটি শোনা গিয়েছে আদৃতে কন্ঠে। চরিত্রের সাজেই মেকাপ রুমে গানটি গেয়েছেন অভিনেতা। ভিডিওটিতে দেখা মিলেছে পর্দার সোমের অর্থাৎ ধ্রুব সরকারের। এছাড়াও ক্যামেরার পিছনে সম্ভবত পর্দার রাজিব, স্যান্ডি ও রাতুল উপস্থিত ছিলেন, তা গলা শুনে ঠাওর করা গিয়েছে। নিঃসন্দেহে দারুন দিয়েছেন তিনি। অভিনেতা নিজের গান গাওয়ার এই ভিডিও শেয়ার করা মাত্রই তাকে প্রশংসায় ভরিয়েছেন নেটিজেনরা। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, এভাবেই তারা নিজেদের মনোরঞ্জন করেন নিজেরাই।
About Author