দেশনিউজ

‘নিখোঁজ গৌতম গম্ভীর’, প্রাক্তন ক্রিকেটারের খোঁজে পোস্টারে ছেয়ে গেল রাজধানী

Advertisement
Advertisement

অরূপ মাহাত: তার মুখে দেশভক্তির অনেক গল্প শুনেছেন দেশবাসী। আর তাতে বিশ্বাস করেই দু হাত উজাড় করে তাকে ভোট দিয়েছিলেন রাজধানীর বাসিন্দারা। মানুষের প্রত্যাশার উপর ভর করেই পূর্ব দিল্লির সাংসদ হয়েছিলেন তিনি। কিন্তু মানুষের বিপদের দিনে জনপ্রতিনিধি নয়, দেখা গেল প্রাক্তন ক্রিকেটারের দায়িত্ব পালনে।

Advertisement
Advertisement

যা নিয়ে বিতর্কের মুখে পড়তে হয়েছে প্রাক্তন এই ভারতীয় ওপেনারকে। তাঁর নামে দিল্লি জুড়ে গাছে গাছে সাঁটানো হয়েছে পোস্টার। তাতে লেখা রয়েছে, ‘নিখোঁজ গৌতম গম্ভীর। গোটা দিল্লি ওনার খোঁজ করছে। আপনারা কি ওনাকে দেখেছেন?’

Advertisement

প্রতি বছর বায়ুদূষণ সংক্রান্ত সমস্যায় পড়তে হয়। সেই সমস্যা সমাধানের বিষয়ে আলোচনার জন্য সংসদের স্থায়ী কমিটি একটি বৈঠক ডেকেছিলেন। কমিটির অন্যান্য সদস্যদের সঙ্গে পূর্ব দিল্লির বিজেপি সাংসদ গৌতম গম্ভীরেরও সেখানে থাকার কথা ছিল।

Advertisement
Advertisement

কিন্তু তিনি সেখানে উপস্থিত ছিলেন না। সেই দিনই ভারত-বাংলাদেশ ক্রিকেট ম্যাচ চলাকালীন ইন্দোরে উপস্থিত ছিলেন তিনি। যা নিয়ে শুক্রবারই আম আদমি পার্টির কড়া সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। নিজের দায়িত্বজ্ঞানহীনতা ঢাকতে এর উত্তরে ট্যুইটারে একটা পোস্ট করেন তিনি। কিন্তু দিল্লিবাসী যে তাতে খুশি হননি, রবিবার শহর এই পোস্টার ছড়িয়ে দেওয়ায় তা স্পষ্ট হয়ে যায়।

Advertisement

Related Articles

Back to top button