Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Manushi Chhillar: ক্যামেরায় নাচলেন মিস ওয়ার্ল্ড মানসী চিল্লার, ভিডিও দেখে ঘাম ঝরছে ভক্তদের

বর্তমান প্রজন্মের কাছে মানসী চিল্লার অন্যতম পরিচিত একটি নাম। মিস ওয়ার্ল্ড তিনি। ২০১৭ সালে হরিয়ানার হয়ে 'ফেমিনা মিস ইন্ডিয়া'র মঞ্চে সেরার খেতাব জিতেছিলেন তিনি। ঐ বছরেই 'মিস ওয়ার্ল্ড'এর মুকুট নিজের…

Avatar

বর্তমান প্রজন্মের কাছে মানসী চিল্লার অন্যতম পরিচিত একটি নাম। মিস ওয়ার্ল্ড তিনি। ২০১৭ সালে হরিয়ানার হয়ে ‘ফেমিনা মিস ইন্ডিয়া’র মঞ্চে সেরার খেতাব জিতেছিলেন তিনি। ঐ বছরেই ‘মিস ওয়ার্ল্ড’এর মুকুট নিজের মাথায় তুলেছিলেন মানসী। খুব স্বাভাবিকভাবেই তারপর থেকে গোটা বিশ্বের কাছে তার একটা আলাদা পরিচিতি তৈরি হয়েছে। উল্লেখ্য ২০২২ সালেই সংযোগিতার চরিত্রে ঐতিহাসিক ছবি ‘শ্রীমান পৃথ্বীরাজ’এ অভিনয়ের মাধ্যমে নিজের অভিনয় জীবন শুরু করেছেন মানসী চিল্লার। তবে এই মুহূর্তে গোটা সোশ্যাল মিডিয়ার পাতায় মানসী চিল্লারের একটি বোল্ড ফটোশুটের ঝলক ভাইরাল হতে দেখা গিয়েছে। সেই সূত্র ধরেই এখন সকলের মাঝে এই মিস ওয়ার্ল্ড রয়েছেন চর্চার কেন্দ্রবিন্দুতে।

সম্প্রতি একটি বোল্ড ফটোশুটে অংশ নিতে দেখা গিয়েছে মানসী চিল্লারকে। তার ঝলক একটি ভিডিও আকারেই আপাতত ভাইরাল গোটা সোশ্যাল মিডিয়ার পাতায়। তার এই সাম্প্রতিক লুক রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে গোটা নেটমহলে। ভিডিওতে মিস ওয়ার্ল্ডকে একাধিক ডিজাইনার এক্সক্লুসিভ পোশাকে ক্যামেরার সামনে বোল্ড পোজ দিতে দেখা যাচ্ছে। নুড মেকাপে মোহময়ী রূপেই ছিলেন তিনি। তার অগোছালো চুলে মোহময়ী দৃষ্টি একটা আমেজ তৈরি করেছিল। তার এই এক্সক্লুসিভ লুকে একটি এস্থেটিক সেটেই নিজের এই সাম্প্রতিক ফটোশুট করতে দেখা গিয়েছে মানসীকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

উল্লেখ্য, মিডিয়ার মাধ্যমেই এই মুহূর্তে মানসী চিল্লারের সাম্প্রতিক লুকের ঝলক প্রকাশ্যে এসেছে, যা খুব স্বাভাবিকভাবে রাতের ঘুম উড়িয়েছে তার ভক্তমহলের একাংশের। উষ্ণতা ছড়িয়েছে গোটা সোশ্যাল মিডিয়ার পাতাতেও। বলাই বাহুল্য, নেটদুনিয়ায় তার অনুরাগীর সংখ্যা নেহাতই হাতে গোনা নয়। মানসী চিল্লারের সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই সেই অগণিত ভক্তমহলের সংখ্যা চোখে পড়বে। এই মুহূর্তে যে তারা আবারও মুগ্ধ হয়েছেন মানসী চিল্লারের সাম্প্রতিক রূপে, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না।

About Author