Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কানের দুলে ঢেকে গেল স্তন, ফ্যাশনে ঝলসে উঠল উর্বশী রাউতেলা, দেখুন ভিডিও

উর্বশীর কানের দুল দেখলে আপনার চোখ কপালে উঠবে। এতটাই বড় দুল যে তা স্তন পর্যন্ত বর্ধিত। সোনালী, রুপালী সব রকম কানের দুলে সেজে উঠেছেন মিস ইউনিভার্স। সম্প্রতি মিশরের বিখ্যাত রানী…

Avatar

উর্বশীর কানের দুল দেখলে আপনার চোখ কপালে উঠবে। এতটাই বড় দুল যে তা স্তন পর্যন্ত বর্ধিত। সোনালী, রুপালী সব রকম কানের দুলে সেজে উঠেছেন মিস ইউনিভার্স। সম্প্রতি মিশরের বিখ্যাত রানী ক্লিওপেট্রার স্টাইলে সেজে কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন তিনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ফ্যাশন ডিজাইনার ফার্ন আমেটোর একটি স্বল্পদৈর্ঘ্য ছবিতে উর্বশী রাউতেলাকে দেখা গিয়েছে মিশরের রাণী ক্লিওপেট্রার ভুমিকায়। এই ছবির নাম – ‘Divine Indwelling’। আরব ফ্যাশন উইকে (ARAB FASHION COUNCIL) মুক্তি পেয়েছে এই ভিডিওটি।

কানের দুলে ঢেকে গেল স্তন, ফ্যাশনে ঝলসে উঠল উর্বশী রাউতেলা, দেখুন ভিডিও

রাণী ক্লিওপেট্রা যেমন সাজে সজ্জিত থাকেন হু বু হু সেই সাজে সেজে উঠেছেন ২০১২ র মিস ইউনিভার্স। ফ্যাশন ডিজাইনার ফার্ন আমেটোরের তৈরি এমন স্বল্পদৈর্ঘ্য ছবিতে উর্বশীকে যে এইভাবে দেখবে দর্শকরা তা কেও কল্পনা করতে পারেননি। এই ছবিতে উর্বশীর পোশাক ছাড়াও রং, বর্ণ, সাম্য এবং ঐক্যের মূল বার্তা বহন করে।

ক্লিওপেট্রার এই পোশাকের জন্য কত টাকা খরচ হয়েছে জানেন? ৫ মিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছে, ভারতীয় মুদ্রায় প্রায় ৩৭ কোটি টাকা! এই ছবিতে সকলেই সোনার পোশাক পড়েছেন। এই ছবি ছাড়াও বর্তমানে উর্বশী এক তেলেগু ছবি ‘ব্ল্যাক রোজ’ এর শুটিং নিয়ে ব্যস্ত।

About Author