ফ্যাশন ডিজাইনার ফার্ন আমেটোর একটি স্বল্পদৈর্ঘ্য ছবিতে উর্বশী রাউতেলাকে দেখা গিয়েছে মিশরের রাণী ক্লিওপেট্রার ভুমিকায়। এই ছবির নাম – ‘Divine Indwelling’। আরব ফ্যাশন উইকে (ARAB FASHION COUNCIL) মুক্তি পেয়েছে এই ভিডিওটি।

ক্লিওপেট্রার এই পোশাকের জন্য কত টাকা খরচ হয়েছে জানেন? ৫ মিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছে, ভারতীয় মুদ্রায় প্রায় ৩৭ কোটি টাকা! এই ছবিতে সকলেই সোনার পোশাক পড়েছেন। এই ছবি ছাড়াও বর্তমানে উর্বশী এক তেলেগু ছবি ‘ব্ল্যাক রোজ’ এর শুটিং নিয়ে ব্যস্ত।