ডিজিটাল দুনিয়ার সাথে পাল্লা দিয়ে চলতে গিয়ে ৮ থেকে ৮০ আজকাল সকলেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন। প্রায় সকলের অ্যাকাউন্ট রয়েছে ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুকে ইত্যাদি জায়গায়। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘরে বসেই আমরা খবর পেয়ে যাই গোটা দেশের। সাধারণ মানুষ যেমন এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন ঠিক তেমনি তারকারাও এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে নিজেদের ফ্যানদের সাথে যোগাযোগ বজায় রাখেন। পাশাপাশি আবার পাপ্পারাজিরা সব সময় তারকাদের লেসবন্দি করে রাখতে চান। সম্প্রতি তাঁদের ক্যামেরার সামনে ধরা দেন বলিউড অভিনেত্রী নেহা শর্মার বোন আইশা শর্মা।
স্টাইলিশ তারকা ‘মিস শর্মা‘
আইশা শর্মার সবসময়ই তাঁর ছবি দিয়ে উত্তাপ ছড়িয়েছেন চারিদিকে। তরুণ এই অভিনেত্রীর নাম ফিটনেস এবং ফ্যাশনের সমার্থক। আইশা শর্মাও বলিউডে কাজ করেন। তিনি কয়েকটি হিন্দি ও তেলুগু ছবিতে অভিনয় করেছেন। তবে নেহার মতো তিনি এখনও বড় পর্দায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি। আইশা শর্মা সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। তিনি নিয়মিত ফ্যাশন, ফিটনেস এবং ভ্রমণের ছবি শেয়ার করেন। তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলটি খুবই আকর্ষণীয় এবং তাঁর অনুরাগীরা তাঁর ছবিগুলিতে প্রচুর লাইক এবং কমেন্ট করেন। এছাড়া তাঁকে দেখলেই পাপ্পরাজিরা ভিড় জমান তাঁর ছবি বা ভিডিও পাওয়ার জন্য।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআইশা শর্মার ভাইরাল ভিডিও
সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে ভাইরাল একটি ভিডিওতে দেখা গেছে কোনো একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেহা শর্মার বোন আইশা শর্মা। আইশা ওই ইভেন্টে পাপ্পরাজিদের সামনে বোল্ড কায়দায় পোজ দেন। তাঁর পরনে ছিল আকাশী রঙের ক্রপ টপ ও ট্রাউজার। এছাড়া টপের উপর সে একটি ব্লেজার পরেছেন। সে সকলের সামনে ক্লিভেজ ফ্লান্ট করে ক্যামেরায় পোজ দিয়েছেন। ‘মিস শর্মা‘ এর এই ভিডিওটি এখন ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক জনপ্রিয় হচ্ছে। প্রায় ১৭ হাজারের বেশি মানুষ এই ভিডিওটি লাইক করেছেন। ফ্যানরা এই ভিডিওটি দেখে কমেন্ট করে বলেছেন, ‘লুকিং সো হট‘। আপনিও এই ভিডিওটি দেখতে চাইলে এখানেই দেখে নিন।
View this post on Instagram