টেক বার্তা

Mini air conditionor: হু হু করে ১৫মিনিটে ঠান্ডা হবে ঘর! ২০০০ টাকার কমেই মিলবে পোর্টেবল এয়ার কন্ডিশনার!

নতুন এই পোর্টেবল মিনি এয়ার কন্ডিশনার বাজারে আসায় এয়ার কন্ডিশনার কেনার জন্য এখন আর বিশ-ত্রিশ হাজার টাকা খরচ করার প্রয়োজন হচ্ছে না

Advertisement
Advertisement

গরম পড়তে না পড়তেই কলকাতায় ত্রাহি ত্রাহি অবস্থা। কলকাতার গরম যেভাবে দিনে দিনে বাড়ছে তাতে শুধুমাত্র সিলিং ফ্যানে ঘর ঠান্ডা হওয়া সম্ভব নয়। কিন্তু এসি কিংবা কুলার কেনার মত খরচ মধ্যবিত্ত বাড়িতে সকলে করতে পারবেনা। তাই শখ বা ইচ্ছে থাকলেও এয়ারকন্ডিশনার আর কেনা হয় না। আসলে এসি ঘরে আনা খুব একটা সাধ্যের বিষয় নয়। ইচ্ছা থাকলেও পকেট আপনাকে পারমিট করবে না। তবে আমার জন্য আর চিন্তার কোন কারণ নেই। ইতিমধ্যেই বাজারে চলে এসেছে পকেট ফ্রেন্ডলি একটি ছোট্ট এয়ার কন্ডিশনার। এটি কিন্তু আপনার খরচ হবে মাত্র ১৯৪৯ টাকা। খুব সহজেই ঘর ঠান্ডা করে দেবে এই মেশিনটি। সম্প্রতি এই প্রোডাক্টের উপরে ৪৫% ছাড় দিচ্ছে এই কোম্পানি। পাশাপাশি এটি একটি অত্যন্ত ছোট্ট এবং স্টাইলিশ ডিভাইস, যা আপনি সঙ্গে নিয়ে ঘুরতে পারবেন। একটি ইউএসবি ডিভাইসের মাধ্যমে এই ডিভাইসে বিদ্যুৎ পৌঁছাবে। ওয়াল চার্জার অথবা ল্যাপটপের ইউএসবি পোর্টের মাধ্যমে এই মেশিন চালানো যাবে।

Advertisement
Advertisement

তাপমাত্রা এবং আপেক্ষিক আদ্রতা এই মুহূর্তে চরমে রয়েছে। তাই তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক পরিবেশ ঠান্ডা রাখার উদ্যোগ নিতে শুরু করেছেন অনেকেই। এই কারণেই প্রবল প্যাচপ্যাচে গরমে সকলেই নিজের ঘরের জন্য চাইছেন একটি এয়ারকন্ডিশনার। তবে যারা বড় এয়ারকন্ডিশনের কিনতে পারছেন না তাদের জন্যই এই মেশিন নিয়ে এসেছে এই কোম্পানি। এটি একটি পোর্টেবল মিনি এয়ার কন্ডিশনার। এর জন্য আপনাকে আর এক ধাক্কায় ২০-৩০ হাজার টাকা খরচা করতে হবে না প্রতি মাসে। অবিশ্বাস্য কম দামে আপনিও নিজের বাড়িতে নিয়ে আসতে পারবেন একটি ব্র্যান্ড নিউ এসি। তফাৎ শুধু এটাই হবে যে এটা আকৃতিতে ছোট এবং পোর্টেবল।

Advertisement

এই ছোট্ট এয়ারকন্ডিশনের মেশিনটি এতটাই ছোট যে ব্যক্তিগত এয়ারকন্ডিশনের হিসেবে আপনি ব্যবহার করতে পারেন। যেকোনো জায়গায় এই এয়ারকন্ডিশনের আপনি সঙ্গে নিয়ে যেতে পারবেন এবং একটি পাওয়ার ব্যাংকের সাইজের এই মেশিনটি সহজেই ক্যারি করা যায়। আকারে ছোট হলেও খুব সহজেই আপনার ঘর ঠান্ডা করে দিতে পারবে পোর্টেবল এয়ারকন্ডিশনার এই মেশিনটি। সুতরাং এই গরমে আপনার মুশকিল আসান হয়ে উঠতে পারে এই ছোট্ট পকেট ফ্রেন্ডলি এয়ারকন্ডিশনার। এই মেশিনটি কিনতে আপনাকে অ্যামাজন অথবা ফ্লিপকার্ট এর মত অনলাইন স্টোরে যেতে হবে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button