এবার কাজে ফেরার পালা। সংসার করার সাথে সাথে ছোট পর্দায় ফিরলেন মিসেস সাহানি। হ্যাঁ মিমি দত্ত থেকে মিমি সাহানি। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘সাধক বামাক্ষ্যাপা’র হাত ধরেই মিসেস সাহানির এই কামব্যাক। এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মিমিকে। প্রায় দু-বছর ধরে সম্প্রচারিত হচ্ছে এই ভক্তিমূলক ধারাবাহিক, আর এই ধারাবাহিকের তবে জনপ্রিয়তা টিআরপির তালিকা দেখতে পাওয়া যায়। সেরা দশে এই ভক্তিমূলক ধারাবাহিকের নাম আছে। এবার এই ধারাবাহিকের একটি গল্পে এক সন্ন্যাসিনীর চরিত্রে থাকবেন মিমি।ওম ও কাজে ফিরছেন। জি বাংলার ডান্স বাংলা ডান্স রিয়ালিটি শোতে একেবারে অন্য ভূমিকায় থাকছেন ওম। তবে করোনার বাড়বাড়ন্তে ধারাবাহিকে কাজ কিছুটা কাজ হওয়ার পর মিমি এখন অভিনয় বন্ধ রেখেছেন। বাড়িতে বয়স্ক আর বাচ্চাদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে ওমকে এই রিয়ালিটি শোতে কাজের জন্য কোভিড প্রটোকল মেনে বাইরে যেতেই হয়। এই নিয়ে কিছুটা চিন্তায় আছেন স্ত্রী মিমি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে মিমিও ফের কাজে যোগ দেবেন।
সংসার সামলে ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী মিমি, অধীর আগ্রহে দর্শকরা
ওম সাহানি-মিমি দত্ত টলিউডের এক মিষ্টি কাপল। নতুন বছর পড়তেই প্রথম দিনই পরিবারের উপস্থিতিতে নিজেদের আইনি বিয়ে সেরে নেন ওম-মিমি। মিমি এবং ওমের রাজকীয় বিয়েতেও গিয়েছে সকলের নজর। ওম বিহারি…

By
