টলিউডনিউজপলিটিক্সবিনোদনরাজ্য

‘ভোটে জিতেই মুখ্যমন্ত্রীর আঘাতের প্রতিশোধ নেব’, হুশিয়ারী তারকা সাংসদ মিমি চক্রবর্তীর

গতকাল মিমি চক্রবর্তী বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিভাস সর্দারের সমর্থনে বৃন্দখালি থেকে একটি রোড শো তে অংশগ্রহণ করেন

Advertisement
Advertisement

একুশে বাংলা বিধানসভা নির্বাচন দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে। এই মুহূর্তে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের নেতা নেত্রীরা পূর্ণ উদ্যমে ভোট প্রচারের কাজে মাঠে নেমে পড়েছে। এবার যাদবপুরের তৃণমূল সাংসদ তথা টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী ভোট প্রচারের কাজে লেগে পড়েছেন। গতকাল অর্থাৎ মঙ্গলবার মিমি চক্রবর্তী বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিভাস সর্দারের সমর্থনে বৃন্দখালি থেকে একটি রোড শো তে অংশগ্রহণ করেন। আর সেই রোড শো থেকেই তৃণমূলের তারকা সাংসদ মিমি চক্রবর্তী বিজেপির বিরুদ্ধে তার সমস্ত ক্ষোভ উগরে দিয়েছেন।

Advertisement
Advertisement

মিমি চক্রবর্তী রোড শোতে উপস্থিত থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট পাওয়া প্রসঙ্গে দুঃখপ্রকাশ করেছেন। সেই সাথে তিনি বলেছেন, “মমতাকে যারা আঘাত দিয়েছে তারা ছাড় পাবে না। ভোটে জিতলে মুখ্যমন্ত্রীর আঘাতের প্রতিশোধ নেওয়া হবে।” এছাড়াও তিনি জানিয়েছেন, “যারা জনগণের জন্য পর্যাপ্ত কাজ করে তারা নিশ্চই এই বিধানসভা নির্বাচনে ফল পাবে। তারা জিতবে নিশ্চয়ই। অন্যদিকে যারা নির্বাচনের আগে দল ছেড়ে চলে গেলো তারা বাংলার দুর্দশা টেনে আনতে চাইলেন। তারা মুখ্যমন্ত্রীকে কষ্ট দিয়েছে। এই কষ্ট দেওয়ার প্রতিশোধ নেওয়া হবে ভোটে জিতলেই।”

Advertisement

সেইসাথে মিমি চক্রবর্তী “প্রতিশোধ” কথার ব্যাখ্যা দিয়েছেন ঠিক করে। এই প্রতিশোধ কোনো মারদাঙ্গা না। বরং এই প্রতিশোধ হলো ভালো কাজ করে বিপক্ষকে দেখিয়ে দেওয়া। এছাড়াও বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেছেন, “কাজ না করে নির্বাচন জেতা যায় না। মানুষের জন্য কাজ করলে নিশ্চয় ফল পাওয়া যাবে। যারা তৃণমূল ছেড়েছেন তাদের জন্য অল দা বেস্ট।” সেইসাথে যাদবপুরের সাংসদ আশাপ্রকাশ করেছেন যে তার ৭ টি বিধানসভা কেন্দ্রেই ঘাসফুল শিবিরের জয় হবে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button