Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে কদর্য গালিগালাজ প্রসঙ্গে দিলীপকে তিরস্কার মিমির

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, শাসক দল এবং বিরোধী দলের মধ্যে বাকবিতণ্ডা বেড়েই চলেছে। প্রত্যেক দল তাদের অস্ত্র শানিয়ে তাদের বিরোধী দলের বিরুদ্ধে মন্তব্য পাল্টা মন্তব্যের চর্চা চালিয়ে যাচ্ছে। এরই…

Avatar

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, শাসক দল এবং বিরোধী দলের মধ্যে বাকবিতণ্ডা বেড়েই চলেছে। প্রত্যেক দল তাদের অস্ত্র শানিয়ে তাদের বিরোধী দলের বিরুদ্ধে মন্তব্য পাল্টা মন্তব্যের চর্চা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে এই বাকযুদ্ধে একটি নয় বিতর্ক সৃষ্টি করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি কদর্য ভাষায় আক্রমণ করলেন। একটি চা-চক্রে গিয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে গালি দিয়েছেন। আর দিলীপ ঘোষের এই মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেস।

যাদবপুরের সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী এই মন্তব্য নিয়ে দিলীপ ঘোষকে কাঠ গড়ায় তুলেছেন। সেই সঙ্গে তার বিরুদ্ধে তিনি কড়া হুঁশিয়ারি দিয়েছেন। এদিন টুইটে সাংসদ মিমি দিলীপ ঘোষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি একটি সভায় বক্তৃতা দেওয়ার সময় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রাজ্য সরকার কে আক্রমণ করে মুখ্যমন্ত্রীকে একহাত নিয়েছেন। সেই সভায় তিনি মুখ্যমন্ত্রীকে বেশি বাড়াবাড়ি না করার হুঁশিয়ারি দিয়েছেন। পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে অত্যন্ত অশালীন ভাষায় গালিগালাজ করেছেন। সেই গালিগালাজ নিয়ে এদিন যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী টুইটারে ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন বিজেপি রাজ্য সভাপতি কিভাবে নিজের শালীনতার সমস্ত সীমা ছাড়িয়ে গেলেন।

মিমি চক্রবর্তী মনে করিয়ে দিয়েছেন দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী কে কদর্য ভাষায় গালিগালাজ করেছেন দিলীপ ঘোষ। ‘ ছি ‘ বলে তিনি তিরস্কারও করেছেন দীলিপবাবুকে। প্রসঙ্গত, সাংসদ মিমি চক্রবর্তী সবসময় রাজনীতির ক্ষেত্রে লড়াকু মনোভাব গ্রহণ করেছেন। সাংসদ হয়ে তিনি একের পর এক সমস্ত অন্যায় নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। কলকাতার ট্যাক্সি ড্রাইভার এর অভাব ও আচরণ থেকে শুরু করে বার্গারে ফাঙ্গাস পাওয়া, সবকিছুতে মিমি চক্রবর্তী নিজের মন্তব্য জানিয়েছেন। তবে এবার আরও একধাপ এগিয়ে তিনি সরাসরি একহাত নিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কে। তবে এবার এটাই দেখার এই ট্যুইটের পর রাজনৈতিক জল কোন দিকে গড়ায়।

About Author