Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মেরুন পোশাকে হট লুকে মিমি চক্রবর্তী, নেট দুনিয়ায় তোলপাড়

কৌশিক পোল্ল্যে: টলিউড অভিনেত্রী তথা যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তীর বহুদিনের স্বপ্ন তার নিজস্ব একটি অ্যালবাম বাজারে রিলিজ করবে যাতে থাকবে কিছু সুন্দর গানের ভিডিও এবং নামভূমিকায় থাকবেন তিনি স্বয়ং। পরিকল্পনামাফিক…

Avatar

কৌশিক পোল্ল্যে: টলিউড অভিনেত্রী তথা যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তীর বহুদিনের স্বপ্ন তার নিজস্ব একটি অ্যালবাম বাজারে রিলিজ করবে যাতে থাকবে কিছু সুন্দর গানের ভিডিও এবং নামভূমিকায় থাকবেন তিনি স্বয়ং।

পরিকল্পনামাফিক ইউটিউবে তিনি নিজের নামে একটি চ্যানেল ক্রিয়েট করেন যার নাম দেন ‘মিমি চক্রবর্তী ক্রিয়েশন’। এর প্রথম সং অ্যালবামটির নাম ছিল ‘আঞ্জানা’ যা দর্শকদের বহুল প্রসংশিত হয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : ছোট পোশাকে উর্বশী যেন স্বর্গের অপ্সরা, মুহুর্তের মধ্যে ভাইরাল এই ছবি

‘আঞ্জানা’র সাফল্যের পর আবারো এই অ্যালবামের নতুন প্রজেক্টে হাত দিয়েছিলেন তিনি। সেই গান এবার মুক্তির পথে। এবার বেশ অন্য পন্থায় গানের রিলিজ ডেট এবং সেই সঙ্গে গানের নামের কথা ঘোষনা করলেন মিমি।

মেরুন রংয়ের সুন্দর গাউনে তিনি নিজেকে সাজিয়ে তোলেন। উল্লেখ্য এটি গানের শ্যুটিং চলাকালীন সময়ের একটি ফটোশ্যুট। ক্যাপশনে লিখলেন ‘পরী হু ম্যায়’ আর এটাই এবারের নতুন গানের টাইটেল। এরপরই অন্য পোশাকের একটি ছবি পোস্টারসহ রিলিজ করেন যাতে লেখা রয়েছে গানের রিলিজের ডেট। গানটি মুক্তি পাচ্ছে 11ই ফেব্রুয়ারি।

About Author