Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কালো স্যুট পরে নেতাজির মূর্তিতে প্রনাম করছেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী

কৌশিক পোল্ল্যে: গতকাল 23 শে জানুয়ারি ছিল দেশনায়ক সুভাষচন্দ্র বোসের জন্মদিন। সেই উপলক্ষ্যে যাদবপুর এলাকার বর্তমান সাংসদ মিমি চক্রবর্তী গেলেন সোনারপুরে। সেখানে নেতাজির বাসভবনে গিয়ে তার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা…

Avatar

কৌশিক পোল্ল্যে: গতকাল 23 শে জানুয়ারি ছিল দেশনায়ক সুভাষচন্দ্র বোসের জন্মদিন। সেই উপলক্ষ্যে যাদবপুর এলাকার বর্তমান সাংসদ মিমি চক্রবর্তী গেলেন সোনারপুরে।

সেখানে নেতাজির বাসভবনে গিয়ে তার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন এই অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রামে এই নিয়ে ছবিও পোস্ট করেন তিনি। নেতাজি মূর্তির সঙ্গে সুন্দর মুহূর্তের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখলেন, ‘সোনারপুরে নেতাজির বাসভবনে ভ্রমন করেছিলাম, অসাধারন অভিজ্ঞতা হল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : আইটেম ড্যান্সার নোরা ফাতেহির হট জিম লুক, ভাইরাল সেই ছবি

সাংসদ হওয়ার পর ইন্ডাস্ট্রির বাইরে রাজনীতি মহলেও তার গুরুত্ব বেড়েছে। সাংসদ অভিনেত্রী নুসরত জাহানের সঙ্গে তার যেমন বন্ধুত্বপূর্ন সম্পর্ক, তেমনই সাংসদ অভিনেতা দেবের সঙ্গে তার সম্পর্ক আদায়-কাঁচাকলায়।

রাজনীতিতে প্রবেশ করার পর অসংখ্য ট্রোল কটাক্ষের শিকার হন এই অভিনেত্রী, তবে সবকিছুকে জয় করে বর্তমানে তিনি প্রতিষ্ঠিত দুইমহলেই। তার আসন্ন কোনো ছবির কথা এখনও ঘোষনা হয়নি।

 

View this post on Instagram

 

Netaji’s residence visit at Sonarpur today. Incredible moment

A post shared by Mimi (@mimichakraborty) on

About Author