জম্মু কাশ্মীর : ফের জঙ্গি হামলার ঘটনা ঘটলো জম্মু কাশ্মীরের পুলওয়ামায়। সূত্রের খবর, গতকাল রাতে একটি সেনা ক্যাম্প লক্ষ্য করে গুলি চালায় তিন জঙ্গি। এরপরই সেনার তরফে পাল্টা গুলি চালানো হয় জঙ্গিদের উদ্দেশ্যে। ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই।
ঘন কুয়াশায় জঙ্গিদের সাথে মোকাবিলা করতে সমস্যা হলেও, সেনা সূত্রে জানা যাচ্ছে তিন জঙ্গিকেই কোণঠাসা করে ফেলেছেন সেনাবাহিনীর জওয়ানরা। জানা যাচ্ছে সেনাবাহিনীর বাঙ্কার লক্ষ্য করে প্রথমে গুলি চালায় জঙ্গিরা। তারপরই সেনাবাহিনীর তরফে পাল্টা গুলি চালানো হয়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowগত আগস্ট মাসে জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা বিলুপ্ত হওয়ার পর থেকেই কাশ্মীরে একের পর এক জঙ্গি আক্রমণের ঘটনা ঘটেছে। জম্মু কাশ্মীর ও লাদাখ সম্পূর্ণ রূপে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে চালু হয়ে গেলেও বন্ধ করা যায়নি জঙ্গি আক্রমণের ঘটনা।