Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পরিযায়ী শ্রমিকদের রেশন দেওয়ার প্রক্রিয়া চালু করলো রাজ্য সরকার, জানুন মাথাপিছু কি কি পাবেন

এবার রাজ্যে পরিযায়ী শ্রমিকদেরও রেশনের ব্যবস্থা করল রাজ্য সরকার। ভিন রাজ্য থেকে এই রাজ্য ফেরত আসা পরিযায়ী শ্রমিক সহ এই রাজ্যে এসে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদেরও রেশন দেবে রাজ্য সরকার।…

Avatar

এবার রাজ্যে পরিযায়ী শ্রমিকদেরও রেশনের ব্যবস্থা করল রাজ্য সরকার। ভিন রাজ্য থেকে এই রাজ্য ফেরত আসা পরিযায়ী শ্রমিক সহ এই রাজ্যে এসে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদেরও রেশন দেবে রাজ্য সরকার। জানা গিয়েছে, রেশনের মধ্যে থাকবে প্রতি মাথাপিছু ৫ কেজি চাল ও ১ কেজি গোটা ছোলা। সব মিলিয়ে প্রায় ৬০ লক্ষ মানুষের হাতে এই রেশন তুলে দেওয়া হবে, এমনই জানিয়েছে খাদ্য দফতর। রেশন তোলার জন্য ইতিমধ্যে রাজ্য জেলাশাসকের সঙ্গে আলোচনা করে স্পেশাল কুপন তৈরি করেছে এবং তা পরিযায়ী শ্রমিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। খাদ্য দফতর জানিয়েছে, ইতিমধ্যে ২ লক্ষ মানুষ রেশন তুলেছেন।

অপরদিকে রাজ্যে রেশনে গতকাল থেকে দেওয়া হচ্ছে ডাল। এতদিন ডাল নিয়ে বিতর্কের অবসান ঘটেছে। কেন্দ্রের তরফে রাজ্যকে জানান হয়, ছোলার ডাল রেশনে দেওয়া হবে। কিন্তু রাজ্য তাতে বাধা দেয়। রাজ্য জানায়, মুগ বা মুসুর ডাল পাঠানো যেতে পারে। কিন্তু ছোলার ডাল রাজ্য নেবে না। দুই মাস বিতর্কের পর ১৪ হাজার ৫৩০ মেট্রিক টন মুসুর ডাল এসেছে রাজ্যে। তবে এই ডাল তারাই পাবেন যাঁরা অন্ত্যোদয় অন্ন যোজনা, পি এইচ এইচ ও এস পি এইচ এইচ গ্রাহক। রেশন ডিলার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেছেন, “রেশন নিয়ে এখনো কোনো বিতর্ক শোনা যায়নি। সবাই সুষ্ঠু ভাবে রেশন পাচ্ছে “।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এপ্রিল মাসে যে ডাল রেশনে দেওয়ার কথা ছিল তা দেওয়া হল জুনের মাঝামাঝি। এবার মে মাসের বরাদ্দ ডাল দেওয়া হবে জুলাই মাসে। জুন মাসে যে ডাল পাওয়ার কথা ছিল তা দেওয়া হবে আগস্ট মাসে, এমনটাই জানিয়েছেন রেশন ডিলার অ্যাসোসিয়েশনের নেতা বিশ্বম্ভর বসু।

About Author