Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

উৎসবের মুখে নতুন রূপে বাজারে আসতে চলেছে মাইক্রোম্যাক্স

নয়াদিল্লি: এই মুহূর্তে ভারতের সঙ্গে সীমান্তে চিনের সম্পর্কটা একেবারেই ভাল যাচ্ছে না। আর তার ফলে গিয়ে ইতিমধ্যেই পড়েছে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের মধ্যেও। এমনকি চিনা অ্যাপগুলিকেও কার্যত নিষিদ্ধ করে দিয়েছে…

Avatar

নয়াদিল্লি: এই মুহূর্তে ভারতের সঙ্গে সীমান্তে চিনের সম্পর্কটা একেবারেই ভাল যাচ্ছে না। আর তার ফলে গিয়ে ইতিমধ্যেই পড়েছে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের মধ্যেও। এমনকি চিনা অ্যাপগুলিকেও কার্যত নিষিদ্ধ করে দিয়েছে ভারত। চিনা মোবাইল ভারতের বাজারে বন্ধ। আর এবার ভারতের এই চিনবিরোধী মনোভাবকে কাজে লাগাতে ফের বাজারে আসছে মাইক্রোম্যাক্স। কয়েক বছর আগেও ভারতে স্মার্টফোন বিক্রিতে ওপরে উঠেছিল এই সংস্থা। কিন্তু চিনা মোবাইল কোম্পানিগুলির সঙ্গে প্রতিযোগিতায় এঁটে উঠতে পারেনি। অচিরেই বাজার হারায় মাইক্রোম্যাক্স।

২০১৪ সালে ইতিহাস সৃষ্টি করেছিল মাইক্রোম্যাক্স। ভারতে মোবাইল বিক্রিতে স্যামসাংকে ছাড়িয়ে শীর্ষে উঠেছিল তারা। তারপর থেকে অবশ্য ধীরে ধীরে পিছিয়ে পড়ে মাইক্রোম্যাক্স। সাফল্যের ধারা বজায় রাখতে পারেনি এই মোবাইল সংস্থা। তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আত্মনির্ভর ভারত’ গঠনের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিদেশি নয়, দেশীয় উৎপাদনে জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার। এমন একটা সময়ই যেন খুঁজছিল মাইক্রোম্যাক্স। তবে এবার আর মাইক্রোম্যাক্স নামে নয়, সংস্থা নতুন করে বাজারে আসছে ‘ইন’ নামে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বাজারে নতুন করে আগমনের কথা টুইট করে জানিয়েছে মাইক্রোম্যাক্স। জানা গিয়েছে, কামব্যাক পরিকল্পনায় ৫০০ কোটি টাকা লগ্নি করতে চলেছে মাইক্রোম্যাক্স। গত ৮-৯ মাস ধরে নতুন প্রকল্পের কাজ চলছে বলে জানা গিয়েছে।

তবে এবার নতুনভাবে বাজারে একটু দামি ফোন নিয়ে আসছে এই সংস্থা। মাইক্রোম্যাক্সের হয়ে কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা রাহুল শর্মার এ বিষয়ে বলেন, ‘এবার আর ৩০০০-৫০০০ টাকার ফোন থাকছে না। মোটামুটি ৭০০০-১০০০ টাকা ও ২০০০০ থেকে ২৫০০০ টাকার মধ্যেই থাকবে ফোনগুলি।’ উৎসব মরশুমে এই খবর নিঃসন্দেহে ফোনপ্রেমীদের জন্য খুশির হাওয়া বয়ে এনেছে।

About Author