Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

T20 World Cup 2024: সেমিফাইনালে উঠতে পারবে না ভারত! চমকে দেওয়ার মতো ভবিষৎবাণী প্রাক্তন অধিনায়কের

ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। কোন চার দল সেমিফাইনালে উঠতে পারে সে ব্যাপারে তিনি ভবিষ্যৎবাণী করেছেন। ভারতকে প্রথম…

Avatar

ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। কোন চার দল সেমিফাইনালে উঠতে পারে সে ব্যাপারে তিনি ভবিষ্যৎবাণী করেছেন। ভারতকে প্রথম ছারে দেখছেন না ভন।১ থেকে ২৯ জুন পর্যন্ত চলবে এই টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ২০টি দল। সবাইকে অবাক করে দিয়ে ভারতীয় দলের নাম নেননি ভন। ২০০৭ সালের পর থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেনি টিম ইন্ডিয়া। ২০১৩ সালের পর থেকে আইসিসির কোনো শিরোপা জিততে পারেনি ভারত।ভনের বিচারে টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছাতে পারে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে অনেক আলোচনা চলছে এবং বিশেষজ্ঞ থেকে ক্রিকেট প্রেমীরা বেছে নিতে শুরু করেছেন নিজেদের পছন্দ মতো দল। আইসিসি সব দেশকে তাদের স্কোয়াড লিস্ট জমা দেওয়ার জন্য ১ মে পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল। ক্রিকেট কিংবদন্তিরা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেদের পছন্দের দল বেছে নিতে করতে শুরু করেছেন।michael vaughan picks his t20 world cup semifinalistsভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল চূড়ান্ত করেছে। মাইকেল ভন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জয়ের জয়ের অন্যতম দাবিদার হিসেবে গণ্য করছেন। দু’বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ও আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজ এবং এইডেন মার্করামের দক্ষিণ আফ্রিকাকেও বেছে নিয়েছেন তিনি।
About Author