কলকাতা মেট্রোরেলে আবারো চাকরির সুযোগ। ইতিমধ্যে মেট্রোরেল কর্তৃপক্ষের তরফ থেকে প্রকাশিত হয়ে গিয়েছে একটি বিজ্ঞপ্তি। উপযুক্ত যোগ্যতা থাকলে সেই নির্দিষ্ট পদে আবেদন করতে পারবেন আপনিও। মোট ১২৫টি অ্যাপ্রেন্টিস পদে কাজ শেখার সুযোগ মিলবে। আবেদনকারীদের দশম অথবা দ্বাদশ উত্তীর্ণ হতে হবে এবং সেইসঙ্গে বোর্ড পরীক্ষায় নূন্যতম ৫০ শতাংশ নম্বর থাকা আবশ্যিক। এটি একটি ভোকেশনালার শিক্ষানবিসের কাজ। এর ফলে যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আইটিআই পাস হতে হবে আবেদনকারীদের।
আবেদনকারীদের বয়স হতে হবে ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে। তবে সংরক্ষিত কোটার ক্ষেত্রে আবেদনকারীদের বয়সের সীমায় কিছুটা ছাড় দেওয়া হয়েছে। ৮১ জন ফিটার, ২৬ জন ইলেকট্রিশিয়ান, ৯ জন মেশিনিস্ট এবং ৯ জন ওয়েলডার নিয়োগ করা হবে। প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে স্টাইপেন দেওয়া হবে। তবে হ্যাঁ, এটি কিন্তু একেবারে সরকারি চাকরি বা স্থায়ী চাকরি নয়। এর মাধ্যমে অভিজ্ঞতা পাবেন নতুন পাস করা ছাত্র-ছাত্রীরা। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরে আবারো বেসরকারি ক্ষেত্রে নিয়োগের অগ্রাধিকার পাবেন তারা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএর জন্য অ্যাপ্রেন্টিস ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের নিজের নাম নথিভুক্ত করতে হবে। এরপর অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদন পত্র ডাউনলোড করে সঠিকভাবে ফরম পূরণ করে ফেলতে হবে। এরপর মেট্রো রেলের ডেপুটি চিফ পার্সোনাল অফিসারের অফিসে আবেদনপত্র পাঠাতে হবে। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা আবেদন ফি দিতে হবে। তবে অন্যান্য প্রার্থীদের আবেদন ফি দিতে হবে না। ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে। ৭ ফেব্রুয়ারি ২০২৩ থেকে অফলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং আগামী ৬ মার্চ ২০২৩ পর্যন্ত এই আবেদন চলবে। তবে যেহেতু আবেদন প্রক্রিয়া অফলাইনে তাই শেষ দিন পর্যন্ত অপেক্ষা না করাই ভালো।