Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কেরালা ব্লাস্টার্সে সই করলেন মেসি!

সুরজিৎ দাস: আসন্ন আই এস এল এর দল গুছিয়ে নিচ্চে একে একে সব ফ্রাঞ্চাইসি পিছিয়ে নেই কেরালা ব্লাস্টার্সও। কিন্তু এবার একেবারে মেসি কে সই করিয়ে ফেললেন কেরালা ব্লাস্টার্স কর্তৃপক্ষ অবাক…

Avatar

সুরজিৎ দাস: আসন্ন আই এস এল এর দল গুছিয়ে নিচ্চে একে একে সব ফ্রাঞ্চাইসি পিছিয়ে নেই কেরালা ব্লাস্টার্সও। কিন্তু এবার একেবারে মেসি কে সই করিয়ে ফেললেন কেরালা ব্লাস্টার্স কর্তৃপক্ষ অবাক হওয়ার মতো কিছুই নেই আসলে কেরালা ব্লাস্টার্সে সই করলেন ২৭ বছর বয়সী ক্যামেরুনীয় স্ট্রাইকার রাফায়েল মেসি বাউলি। মেসি নামেই পরিচিত এই ফুটবলার খেলেছেন ক্যামেরুনের জাতীয় দলেও সেই ভাবে গোল না করলেও খেলেছেন ইরানের সর্বোচ্চ লিগ গাল্ফ প্রো তে সেখানে ফোলাদ দলের হয়ে খেলার অভিজ্ঞতা আছে তার তাছাড়াও খেলেছেন চিনা ক্লাব য়ানবিন ফুন্দে তে। আসন্ন মরশুমে বার্থালোমিউ ওগবচের পাশে খেলতে দেখা যাবে এই মেসি কে। সোশ্যাল সাইটে মেসি কে নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে কেরালার সমর্থক দের মধ্যে। শুধুই কি নামেই মেসি নাকি মেসির মতোই তেকাঠি কাপিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন তিনি সেটা সময়ই বলবে। তবে যাই হোক এক ঝলকে রাফায়েল মেসি কে ঘিরে আশায় বুক বাধছে সাগর পাড়ের কেরালা।

About Author