উত্তরকন্যা অভিযানে বিজেপি দলীয় কর্মীর মৃত্যু, প্রশাসনিক বিচারের দাবিতে রাজ্যপালের সঙ্গে বৈঠক বিজেপি নেতাদের

Advertisement

Advertisement

শিলিগুড়িতে বিজেপির উত্তরকন্যা অভিযানে বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে রাজনৈতিক জল্পনা তুঙ্গে উঠেছে। পুলিশের চালানো রাবার বুলেটের ঘায়ে তার মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। যদিও রাজ্য পুলিশের তরফ থেকে এই সমস্ত দাবি খারিজ করে দেওয়া হয়েছে। তবে এই মৃত্যুর পর বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। এই নিয়ে তারা এদিন রাজ্যপালের সঙ্গে বৈঠক করলেন। রাজ্যপাল জগদীপ ধনকর এর সঙ্গে বৈঠকের সময় বিজেপি প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন লকেট চট্টোপাধ্যায়, রাহুল সিনহা সহ আরো অনেকে।

Advertisement

এই বৈঠক পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় রাজ্য প্রশাসনের বিরুদ্ধে তার ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল সিনহা দাবি করেছেন,”এই রাজ্যে গণতন্ত্র নেই। আইন-শৃঙ্খলা একেবারে ভূলুণ্ঠিত। আমাদের দলীয় কর্মীর মৃত্যু কিন্তু বিফলে যাবেনা। এর পরবর্তীতে আরো ব্যাপক আন্দোলন আমরা করতে চাইছি। পুলিশ যা ইচ্ছা তাই করছে। কোন মৃত্যু হলে তার তদন্ত হওয়া প্রয়োজন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহস থাকলে এই তদন্ত করানো হোক।”

Advertisement

সোমবার, বেলা দুটো নাগাদ বিজেপির উত্তরকন্যা অভিযান নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় শিলিগুড়িতে। শিলিগুড়ির তিন বাত্তি মোড়ে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিজেপি কর্মীরা। পরিস্থিতি আয়ত্তে আনার জন্য পুলিশ সম্পূর্ণ এলাকায় ১৪৪ ধারা জারি করে। তারপর জমায় ছত্রভঙ্গ করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তাতে কোন ভাবেই পিছু হটেনি বিজেপি কর্মীরা। তাদের নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে কাঁদানে গ্যাস ছোড়ে। তারপর ফায়ার করতে শুরু করে জলকামান।

Advertisement

দুই পক্ষের ধুন্ধুমার পরিস্থিতিতে মাঝখানে ছিলেন শিলিগুড়ির বাসিন্দা উলেন রায়। জানা যাচ্ছে, পুলিশের ছোড়া ১টি রবার বুলেট সোজা তার বুকের সামনে লাগে। বছর পঞ্চাশের ওই বুথ কর্মী সেখানেই লুটিয়ে পড়েন। তার পায়ের সামনে টিয়ার গ্যাসের শেল ফাটানো হয় বলে অভিযোগ। তারপর থেকে তড়িঘড়ি ফুলবাড়ীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে কৈলাস বিজয়বর্গীয় দাবি করেছেন তার গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে। দলীয়কর্মী মৃত্যুর প্রতিবাদে সেন্ট্রাল এভিনিউ তে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি কর্মীরা। কৈলাস বিজয়বর্গীয় দাবি করেছেন, এই রাজ্যে মমতা ব্যানার্জি সরকারের বিরোধিতা করলেই বিরোধীদের মরতে হবে। সেই মর্মেই এদিন রাজ্যপালের সঙ্গে বৈঠক করলেন বঙ্গ বিজেপির সদস্যরা।

Recent Posts