আর এই কারণেই নেট পাড়ায় ক্রিকেটপ্রেমীরা ম্যাককালামকে নিয়ে কিছু মজার পোস্ট দিচ্ছেন, যা রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। তবে প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ইংল্যান্ডের ব্যাটিংও বিশেষ ছিল না। নিউজিল্যান্ডের ১৩২ রানের জবাবে ইংল্যান্ডের দলও মাত্র ১৪১ রান করতে পারে এবং মাত্র ৯ রানের সামান্য লিড নিতে পারে। অন্যদিকে, দ্বিতীয় ইনিংসের শুরু থেকে বেশ বিপদে পড়েছে ইংল্যান্ড। এখনও পর্যন্ত ইংল্যান্ড ৪ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে মাত্র ৮৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে।#ENGvsNZ #brendonmccullum #englandcricket #Cricket pic.twitter.com/4e0H0mczRp
— Kumar Sambhav (@ImSambhav17) June 3, 2022
ENG vs NZ: সোশ্যাল মিডিয়ায় ‘কাটাপ্পা’ হয়ে উঠলেন ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাককালাম, এই কারণে ট্রোলড হলেন
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে আলোচনায় রয়েছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ব্র্যান্ডন ম্যাককালাম। এর কারণ অবশ্য আর কিছুই নয়, সম্প্রতি ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হয়েছেন তিনি। আর ইংল্যান্ডের দায়িত্ব নিজের কাঁধে তুলে…

আরও পড়ুন