উত্তর 24 পরগনা: সামনেই পুজো। কিন্তু রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত জেলা হয়ে উঠেছে উত্তর 24 পরগনা। আর তার জন্য উত্তর 24 পরগনায় কি ফের লকডাউন হতে চলেছে? গত বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এমনই এক ভিডিও শোরগোল ফেলে দিয়েছে। আর তাতেই আতঙ্কে দিন কাটাচ্ছে জেলার বাসিন্দারা। আবার যদি লকডাউন হয় তাহলে কি হবে? সামনে তো পুজো। এই ভাবনায় যখন সকলে কাতর তখন জেলাশাসক চৈতালি চক্রবর্তী জানান পুরোটাই গুজব।
এ বিষয়ে চৈতালি চক্রবর্তী জানিয়েছেন, ‘পুনরায় 14 দিনের লকডাউন হওয়ার কোনও নির্দেশিকা এখনও আমার কাছে এসে পৌঁছায়নি। এমনকি আগামী দিনে লকডাউন হওয়ার কোনও সম্ভাবনা নেই। তবে গুজবে কান না দেওয়াই ভাল। এটুকুই আমি বলব।’ জেলাশাসকের কথায় আপাতত স্বস্তি পেয়েছে সকলে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowকরোনা পরিস্থিতির মধ্যে দীর্ঘ লকডাউন মানুষের জীবনকে নাজেহাল করে রেখে দিয়েছে। তাই কেউই বোধ হয় আর গত কয়েক মাসে আতঙ্কিত জীবন-যাপন ফিরতে চায় না। তাই আতঙ্কিত হয়ে পড়ে গিয়েছিল উত্তর 24 পরগনার বাসিন্দারা। তবে জেলাশাসকের বক্তব্যে কিছুটা স্বস্তি পেয়েছেন তারা।