Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

হারের হ্যাটট্রিকের পর জয়ের খোঁজে আজ জামশেদপুরের বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল

এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেললেও একটি ম্যাচে জয়ের মুখ দেখা হয়নি। প্রথমে কলকাতা ডার্বিতে হার দিয়ে অভিযান শুরু করা হয়েছিল। তারপর আরও দুটি ম্যাচে ব্যাক-টু-ব্যাক হারের ফলে দলের আত্মবিশ্বাস একেবারে…

Avatar

এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেললেও একটি ম্যাচে জয়ের মুখ দেখা হয়নি। প্রথমে কলকাতা ডার্বিতে হার দিয়ে অভিযান শুরু করা হয়েছিল। তারপর আরও দুটি ম্যাচে ব্যাক-টু-ব্যাক হারের ফলে দলের আত্মবিশ্বাস একেবারে তলানিতে এসে ঠেকেছে, এমনটা বলাই যায়। তবুও হারের হ্যাট্রিক করার পরেও আজ, বৃহস্পতিবার জয় পেয়ে তিন পয়েন্টের খোঁজে জামশেদপুর এফসির বিরুদ্ধে চতুর্থ ম্যাচ খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল।

প্রথম দুটি ম্যাচ হতশ্রী পারফরম্যান্স করলেও তৃতীয় ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ভাল পারফরম্যান্স করেছিল ফাউলারের ছেলেরা। যদিও জয় ছিল সেদিনও অধরা, তবুও এই ভাল খেলার ইতিবাচক দিক আজ জামশেদপুরেরর বিরুদ্ধে জিততে মরিয়া পিলকিংটনরা। জামশেদপুরের বিরুদ্ধে মাঠে নামার আগে ইস্টবেঙ্গল কোচ বলেন, ‘আমাদেরই প্রথমে গোল করতে হবে। কারণ একবার গোল খেয়ে গেলে খেলা কঠিন। প্রথমে গোল করে ফেললেই দলের চেহারাটা একেবারে বদলে যাবে। আমি আত্মবিশ্বাসী। একটা ম্যাচে জয় আমাদের পুরো বদলে দেবে।’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অন্যদিকে, আগের ম্যাচেই এটিকে-মোহনবাগানকে হারিয়ে আত্মবিশ্বাসের টগবগ করে ফুটছে জামশেদপুর এফসি। গতবারের আইএসএলে গোল্ডেন বুটজয়ী ভালসকিস জামশেদপুরে রয়েছেন। তিনি শেষ ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে জোড়া গোল করে দলকে জয় এনে দিয়েছিলেন। তাই আজকের ম্যাচে ইস্টবেঙ্গলের কাছে স্বাভাবিকভাবেই বিপদ সংকেত হতে পারেন এই স্ট্রাইকার। বিপদ কাটিয়ে ইস্টবেঙ্গল জয় পায় কিনা, এখন সেটাই দেখার।

About Author