গোয়া: ভাস্কো দা গামার তিলক ময়দানে আইএসএলের সপ্তম সংস্করণে আজ, মঙ্গলবার মুখোমুখি হতে চলেছে জামশেদপুর এফসি এবং চেন্নাইন এফসি। গতবারের রানার্স আপ দলকে হারিয়ে আইএসএল অভিযান শুরু করতে চায় জামশেদপুর। অন্যদিকে, একটুর জন্য চ্যাম্পিয়ন খেতাব হারানোর দুঃখ ভুলে নতুন করে চ্যাম্পিয়ন খেতাব জেতার জন্য জয় দিয়ে এবারের আইএসএল অভিযানের সূচনা করতে চায় চেন্নাইন এফসি।
গত মরশুমের রানার্স আপ হওয়ার পর চেন্নাইন এফসি থেকে বেরিয়ে আসা কোচ জামশেদপুর এফসিতে সই করেছেন। তাই নতুন কোচ বা ম্যানেজারের তত্ত্বাবধানে কার্যত ডিফেন্সিভ ওয়েতে গতবারের রানার্স আপ দলকে হারিয়ে তিন পয়েনট ঘরে তুলতে মরিয়া জামশেদপুরের ছেলেরা। যদিও এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ কিন্তু চেন্নাইন এফসি ফুটবলাররাও।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআইএসএল সিজন ৩-এ নিজেদের অভিযান শুরু করেছিল জামশেদপুর এফসি। আর চেন্নাইন এফসি প্রথম সংস্করণ থেকেই নিজেদের পারফরম্যান্স দেখিয়ে আসছে। যার মধ্যে সেরা পারফর্মেন্স দেখিয়েছিল গতবার। একটুর জন্য এটিকের কাছে হার স্বীকার করে রানার্স আপের ট্রফি নিয়ে চ্যাম্পিয়ন না হওয়ার দুঃখ ভুলতে হয়েছিল চেন্নাইন এফসি ফুটবলারদের। কিন্তু এবারে সেই হারকে নিজেদের শক্তি বানিয়ে কার্যত চ্যাম্পিয়ন খেতাব জিততে মরিয়া এই দল। এখন শেষমেষ আইএসএলে আজকের ম্যাচে কোন দল জেতে, সেটাই দেখার।