ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

একেবারে নতুন অবতারে ভারতের বাজারে আসছে মারুতির WagonR, কড়া টক্কর দেবে Tata Punch-কে

এই গাড়িটি এখন ভারতের বাজারে বেশ নাম করে নিয়েছে

Advertisement
Advertisement

ভারতের বাজারে মারুতি সুজুকি কোম্পানির গাড়ি সবথেকে বেশি জনপ্রিয়তা পায়। এই কোম্পানির গাড়ির বিক্রি ভারতের বাজারে সবথেকে বেশি। সেই কারণে এই কোম্পানির প্রতি ভারতীয়দের একটা আলাদা আবেগ জড়িয়ে আছে। সম্প্রতি এই কোম্পানির একটা নতুন গাড়ি লঞ্চ হয়েছে। এই গাড়িটি হলো মারুতি সুজুকি WagonR। এই নতুন গাড়িটি ভারতের বাজারে সরাসরি প্রতিযোগিতা করবে Tata কোম্পানির পাঞ্চ গাড়ির সঙ্গে। নতুন Maruti Suzuki WagonR-এর প্রারম্ভিক মূল্য ৫.৩৯ লক্ষ থেকে ৭.১০ লক্ষ টাকার মধ্যে রাখা হয়েছে বলে জানিয়েছে কোম্পানি। তার সাথেই এই গাড়িতে ইঞ্জিন ও লুক আপডেট করা হয়েছে।

Advertisement
Advertisement

Maruti Suzuki WagonR-এর দুর্দান্ত মাইলেজ এবং দারুন স্পেসিফিকেশনের সাথেই টাটা পাঞ্চকে কঠিন প্রতিযোগিতায় ভালো টক্কর দিচ্ছে। মারুতির এই গাড়িতে অনেকগুলি স্মার্ট ফিচার দেওয়া হয়েছে। এর পাশাপাশি কিছুদিন আগে এর নিরাপত্তাও পরীক্ষা করা হয়েছিল, যা ভালো রেটিং পেয়েছে। এর ইঞ্জিনের কথা বললে, Maruti Suzuki WagonR-এ ১.০ লিটার কে সিরিজ ডুয়াল-জেট ডুয়াল VVT ইঞ্জিন দেওয়া হয়েছে। এছাড়াও ১.০-লিটার ইঞ্জিন সহ একটি S-CNG সংস্করণও অফার করে কোম্পানি। WagaonR S-CNG এর দাম ৬.৮১ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

Advertisement

Maruti Suzuki WagonR-এর ২০২২ ভেরিয়েন্টে দুটি ডুয়াল-টোন কালার অপশন দেওয়া হয়েছে – গ্যালান্ট রেড এবং ম্যাগমা গ্রে। এছাড়াও ওআরভিএম দেওয়া হয়েছে নতুন ওয়াগনআর-এ। নতুন WagonR একটি ৭-ইঞ্চি স্মার্টপ্লে স্টুডিও টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট ইউনিট, ৪টি-স্পীকার এবং স্টিয়ারিং মাউন্ট করা কন্ট্রোল সিস্টেম আছে। মাইলেজের দিক থেকেও Maruti Suzuki WagonR খুবই ভালো। কোম্পানি জানিয়েছে যে, ১.০-লিটার ইঞ্জিন পেট্রোলে VXI AMT ট্রিমে ২৫.১৯kmpl মাইলেজ দেবে। যেখানে, সিএনজি সংস্করণটি প্রতি কেজিতে ৩৪.০৫ কিলোমিটার মাইলেজ দেবে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button