Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এবার Maruti Swift আসছে স্পোর্টস লুকে, থাকবে এই অবিশ্বাস্য ফির্চাস

দিনের পর দিন স্পোর্টস গাড়ির চাহিদা বেড়েই চলেছে। প্রসঙ্গটি মাথায় রেখে ভারতের বাজারে টাটা-মাহিন্দ্রা সহ একাধিক মাল্টিন্যাশনাল কোম্পানি নিজেরদের চিরাচরিত মডেল ছেড়ে স্পোর্টস গাড়ি নির্মাণে মনোযোগ দিয়েছে। যে তালিকায় এবার…

Avatar

দিনের পর দিন স্পোর্টস গাড়ির চাহিদা বেড়েই চলেছে। প্রসঙ্গটি মাথায় রেখে ভারতের বাজারে টাটা-মাহিন্দ্রা সহ একাধিক মাল্টিন্যাশনাল কোম্পানি নিজেরদের চিরাচরিত মডেল ছেড়ে স্পোর্টস গাড়ি নির্মাণে মনোযোগ দিয়েছে। যে তালিকায় এবার নাম লিখিয়েছে ভারতের অন্যতম সেরা গাড়ি নির্মাণ সংস্থা মারুতি। সংস্থাটি নিজেদের সর্বাধিক বিক্রি হওয়া গাড়িকে এবার স্পোর্টস গাড়িতে পরিণত করে বিক্রি করার পরিকল্পনা গ্রহণ করেছে। সূত্রের খবর অনুসারে জানা যাচ্ছে, নিজেদের বিক্রি হওয়া সর্বাধিক গাড়ি তথা Maruti Swift-কে এবার স্পোর্টস গাড়িতে পরিণত করে ভারতের বাজার দখল করার লড়াইয়ে নামবে মারুতি। আজকের নিবন্ধে আমরা আপনাদের জানাতে চলেছি, নতুন Maruti Swift গাড়িতে কি কি অবিশ্বাস্য বৈশিষ্ট্য থাকতে চলেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-

প্রথমেই আমরা আপনাদের বলি, নতুন সুইফট 3 ট্রিম লেভেল এবং হাইব্রিড প্রযুক্তি সহ একটি নতুন পেট্রোল ইঞ্জিন সহ বিশ্ব বাজারে আসছে। কোম্পানির তরফ থেকে গাড়িটির অবিশ্বাস্য বৈশিষ্ট্য সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য প্রকাশ করে না হলেও গোপন সূত্রে জানা যাচ্ছে গাড়িটিতে 1.2-লিটার, 12V, DOHC ইঞ্জিন থাকবে। যা 5700rpm-এ 82bhp শক্তি এবং 4500rpm-এ 108Nm পিক টর্ক উৎপাদন করতে সক্ষম হবে। যা গাড়িটিকে একটি দুর্দান্ত পাওয়ার অফার করবে। আমরা আপনাদের বলি, বর্তমানে মারুতি সুইফট স্পোর্টস গাড়ির পর্যবেক্ষণমূলক পরীক্ষা চলছে ভারতের বিভিন্ন আবহাওয়া এবং পরিস্থিতিতে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এ ছাড়া নতুন মারুতি সুইফট গাড়িটির অত্যাধুনিক বৈশিষ্ট্যের মধ্যে ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে সহ একটি 9-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, একটি সেমি-ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, একটি ফ্ল্যাট-বটম স্টিয়ারিং হুইলের মত বৈশিষ্ট্য থাকতে পারে। এর পাশাপাশি কোম্পানির এই গাড়িটি ডুয়াল-টোন ব্ল্যাক-বেজ ইন্টেরিয়র স্কিমের সঙ্গে বাজারে লঞ্চ করতে পারে বলে মনে করছেন গাড়ি বিশেষজ্ঞরা। তবে মারুতি সুইফটের স্পোর্টস মডেলের এই গাড়িটির বিক্রয় মূল্য কত হবে সে সম্পর্কে কোন রকম তথ্য প্রকাশ করা হয়নি সংস্থার তরফ থেকে।

About Author