Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কেমন হবে নতুন Swift সিএনজি মডেলের ইঞ্জিন, দাম ও বৈশিষ্ট্য জানিয়ে দিল Maruti Suzuki

আপনিও যদি একটি নতুন গাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে একটা দারুন খবর। আজকে আমরা আপনার জন্য নিয়ে এসেছি মারুতি সুজুকি কোম্পানির একটি নতুন গাড়ি, Maruti Suzuki…

Avatar

আপনিও যদি একটি নতুন গাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে একটা দারুন খবর। আজকে আমরা আপনার জন্য নিয়ে এসেছি মারুতি সুজুকি কোম্পানির একটি নতুন গাড়ি, Maruti Suzuki Swift। চতুর্থ প্রজন্মের এই সুইফট গাড়িটি ভারতের বাজারে অসাধারণ সাড়া পেয়েছে। খুব শীঘ্রই এই গাড়ির সিএনজি মডেল ভারতের বাজারে আসতে পারে বলে মনে করা হচ্ছে এবং এর জন্য জোরদার প্রস্তুতি চালাচ্ছে কোম্পানিটি। এটি হতে চলেছে ভারতের প্রথম হ্যাচব্যাক গাড়ি যেখানে আপনারা ছয়টি এয়ার ব্যাগ পেয়ে যাবেন। আজকে আমরা আপনাদের এই সুইফট গাড়ির সিএনজি ভেরিয়েন্ট সম্পর্কে বিস্তারিত জানাতে চলেছি।

কেমন হবে ইঞ্জিন এবং অন্যান্য বৈশিষ্ট্য?

আপনাদের জানিয়ে রাখি চতুর্থ প্রজন্মের সুইফট স্ট্যান্ডার্ড মডেলে আপনারা পেয়ে যাবেন একটি ১.২ লিটারের জেড সিরিজের ইঞ্জিন। এই বিভাগের সেরা জ্বালানি দক্ষতার ক্ষমতা সহ আসে এই ইঞ্জিনটি। এই গাড়িতে আপনারা একটি ৪৮ ভোল্টের হালকা হাইব্রিড সেটআপ পেয়ে যাবেন। জেড ইঞ্জিনের পাশাপাশি, একটি ১.৪ লিটারের টার্বোচার্জ ইনলাইন সিলিন্ডার পেট্রোল ইঞ্জিনও রয়েছে এই গাড়িতে। মারুতি সুজুকি কোম্পানির এই গাড়িটি ভারতের বাজারে অসাধারন সাড়া ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই বৈশিষ্ট্যগুলিও উপলব্ধ থাকছে

ইঞ্জিন সম্পর্কে মারুতি সুজুকির দেওয়া তথ্য অনুযায়ী, এই গাড়ির ইঞ্জিনটি একটি বৈদ্যুতিক ড্রাইভ মোটর সম্বলিত হতে চলেছে, যেখানে আপনারা অতিরিক্ত ১৫ Ps শক্তি ও ৫৯ nm টর্কের সমর্থন পেয়ে যাবেন। চতুর্থ জেনারেশনের সুইফট মডেলের তুলনায় এই র‍্যাংকিং অনেকটাই ভালো। এছাড়াও এই গাড়িতে একটি ৬ স্পিড ম্যানুয়াল ও ৬ স্পিড অটোমেটিক ট্রান্সমিশন বিকল্প থাকতে চলেছে।

About Author