Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

স্টাইলিশ লুক নিয়ে ভারতের বাজারে কামব্যাক করছে মারুতি সুজুকি সুইফট, শক্তিশালী ইঞ্জিনের সাথে পেয়ে যান দুর্দান্ত ফিচার

দুর্দান্ত লুক নিয়ে এবারে ভারতের বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে মারুতি সুজুকি কোম্পানির নতুন সুইফট। এই গাড়িতে থাকবে শক্তিশালী ইঞ্জিন, এবং আরো নতুন নতুন ফিচার। শক্তিশালী মাইলেজ এর কারণে এমনিতেই মারুতি…

Avatar

দুর্দান্ত লুক নিয়ে এবারে ভারতের বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে মারুতি সুজুকি কোম্পানির নতুন সুইফট। এই গাড়িতে থাকবে শক্তিশালী ইঞ্জিন, এবং আরো নতুন নতুন ফিচার। শক্তিশালী মাইলেজ এর কারণে এমনিতেই মারুতি সুজুকি কোম্পানির সুইফট ভারতের বাজারে জনপ্রিয়তা পেয়ে থাকে। আর এবারে খবর আসছে মারুতি এটাকে একেবারে নতুন রূপে সামনে আনতে চলেছে। আপনাদের জানিয়ে রাখি, জাপানে একটি অটো শো চলাকালীন suzuki কোম্পানিটির তরফ থেকে এই নতুন সুইফট গাড়িটি কে প্রকাশ করা হয়েছিল। ভারতের বাজারে খুব শীঘ্রই এই গাড়িটি আত্মপ্রকাশ করতে চলেছে বলে জানা যাচ্ছে। তবে এখনও পর্যন্ত বিস্তারিত কোন রিপোর্ট পাওয়া যায়নি।

যদি সুইফট এর লুক এবং ডিজাইনের কথা বলতে হয়, তাহলে এই গাড়িতে আপনি পেয়ে যাবেন নতুন গ্রিল নতুন এলইডি হেড লাইট, নতুন এয়ার ভেন্ট , এবং আরো নতুন কিছু ফিচার। এই নতুন মারুতি সুজুকি সুইফট গাড়িতে আপনারা পেয়ে যাবেন একটি দারুণ শক্তিশালী ইঞ্জিন। এর আগে মারুতি সুজুকি তাদের Hybrid গাড়িটিতে এরকম একটি ইঞ্জিন ব্যবহার করেছিল। ১.০২ লিটারের এই শক্তিশালী হাইব্রিড ইঞ্জিনের মাধ্যমে আগের থেকে অনেক বেশি মাইলেজ আপনারা পেয়ে যাবেন। প্রতিবেদনে পাওয়া সর্বশেষ তথ্য অনুসারে, এই নতুন ইঞ্জিনটি ৪০ কিলোমিটার মাইলেজ দিতে পারবে। এর পাশাপাশি এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন নতুন নতুন অনেকগুলো বৈশিষ্ট্য। এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন অত্যাধুনিক পাওয়ার আউটলেট, পেয়ে যাবেন এয়ারকন্ডিশনের হিটার অ্যাডজাস্টেবল স্টিয়ারিংসহ আরো অনেক ফিচার। এছাড়াও অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোলের মতো বৈশিষ্ট্য আপনারা পাচ্ছেন এই গাড়িতে। এছাড়াও রয়েছে মারুতি সুজুকি ভয়েস কনট্রোল সাপোর্ট, এবিএস সিস্টেম, ছয়টি এয়ার ব্যাগের মতো নিরাপত্তা বৈশিষ্ট্য।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দামের ব্যাপারে বলতে গেলে মারুতি সুজুকি কোম্পানির এই নতুন সুইফট গাড়িটি হাইব্রিড সেগমেন্টের গাড়ি হতে চলেছে। এমনিতেই হাইব্রিড সেগমেন্ট এর গাড়ি একটু দামি হয়। তাই সাধারণ সুইফটের তুলনায় কিছুটা বেশি দাম হবে এই গাড়ির। মনে করা হচ্ছে ৮ লক্ষ থেকে এই গাড়ির দাম শুরু হতে পারে। তবে সেটা হবে এই গাড়িটির সব থেকে বেস ভেরিয়েন্ট। এই গাড়ির সর্বাধিক দাম হবে ১২ লক্ষ টাকা। একটা মোটামুটি বাজেট থাকলে এই গাড়িটা আপনার জন্য একটা ভালো গাড়ি হতে চলেছে।

About Author