বাজেট মূল্যের চার চাকার চাহিদা এখন তুঙ্গে দেশজুড়ে। তাই একাধিক কোম্পানি ভালো মাইলেজ এবং বাজেট মূল্যের গাড়ি বাজারে আনার চেষ্টা করছে। এই টার্গেটেড মার্কেটে এখন রাজ করছে মারুতি সুজুকি। টাটা মোটরস, হুন্ডাই ও মাহিন্দ্রার মত ব্র্যান্ডকে পিছনে ফেলে দিয়ে এখন জনপ্রিয়তার শীর্ষে মারুতি সুজুকি। এই সাব কমপ্যাক্ট গাড়িগুলোর বাজারে ব্যাপক জনপ্রিয় হল মারুতি সুজুকি সুইফ্ট। এই গাড়ির দাম প্রায় ৪ লাখ টাকা। তবে আপনাকে যদি বলি এই গাড়ি আপনি প্রায় অর্ধেক দামে পেয়ে যাবেন। কি বিশ্বাস করতে পারছেন না তো! কি করে পাবেন জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
আসলে জনপ্রিয় সেকেন্ড হ্যান্ড গাড়ি কোম্পানি ড্রুমে কম দামে পাওয়া যাচ্ছে মারুতি সুজুকি সুইফ্ট। এই গাড়ির ZXI কে বিক্রি করা হচ্ছে। এর সাথে আপনাকে এটাও জানাই যে গাড়িটি ২০০৯ সালে রেজিস্টার হয়েছে। এই গাড়িটি এখনও পর্যন্ত ৮১ লাখ কিলোমিটার চলেছে। তবে এই গাড়ির অবস্থা খুব ভালো আছে। আপনি ওই গাড়ির দাম প্রসঙ্গ নিয়ে প্রথম মালিকের সাথে সরাসরি কথা বলে নিতে পারবেন ড্রুম ওয়েবসাইটের মাধ্যমে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই গাড়ির এক্স শোরুম মূল্য প্রায় ৪ লাখ টাকা। এই ZXI ভ্যারিয়েন্ট ম্যানুয়াল ট্রান্সমিশনে উপলব্ধ। তবে আপনি এই গাড়িটি কিনে নিতে পারবেন মাত্র ২.৭২ লাখ টাকা। এই গাড়ি ড্রুম ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।